![]() নিজস্ব তত্ত্বাবধানে চলবে বেক্সিমকো
নতুন বার্তা, ঢাকা:
|
![]() বুধবারের রায়ে আদালত বলেছেন, বেক্সিমকো’র হাজার হাজার কর্মীর স্বার্থে প্রতিষ্ঠানগুলো তাদের দ্বারাই পরিচালিত হওয়া উচিত। তবে এরই মধ্যে নিয়োগ দেয়া রিসিভার যেসব সিদ্ধান্ত নিয়েছে, তা বৈধ বলে গণ্য হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকসহ অন্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোর ওপর সঠিকভাবে নজরদারি করার নির্দেশ দেয়া হয়েছে রায়ে। বেক্সিমকো গ্রুপের মোট ১৮৯টি কোম্পানির মধ্যে ১৬৯টি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত। গত আগস্টে রুল জারির সময় এসব কোম্পানিতে ৬ মাসের জন্য রিসিভার বসাতে বলা হয়েছিল। পরে আপিল বিভাগের আদেশে বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগের সিদ্ধান্ত বাতিল হয়। বুধবার অন্য সব কোম্পানির ক্ষেত্রেও একই সিদ্ধান্ত এলো। |