![]() বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সৎ, যোগ্য ও নৈতিকতা সমৃদ্ধ নেতৃত্ব: মো. নূরুল ইসলম বুলবুল
নতুন বার্তা, ঢাকা:
|
![]() বৃহস্পতিবার (১৩ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমের সভাপতিত্বে রাণীহাটি ইউনিয়নে ফুড প্যাকেট উপহার প্রদান পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জে কোন ভিলেজ পলিটিক্স চালতে পারে না, চলতে দেওয়া হবে না। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, কোন ব্যক্তি কথায় কাজ না করে জনগণের জন্য বিধিবদ্ধ কাজ করতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষকে প্রশাসন দিয়ে ঘায়েল করার যেই সংস্কৃতি সেই সংস্কৃতি চাঁপাইনবাবগঞ্জে আর চলবে না, চলতে দেওয়া হবে না। সত্য ও ন্যায় সঙ্গত কাজ করতে হবে। মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত দেখতে চায়, করতে চায়। দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি হলেই প্রতিহত করতে হবে। নতুন বাংলাদেশে কোন দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজির স্থান নাই, হবে না। একটি গোষ্ঠী সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারিত্বের মাধ্যমে নতুন বাংলাদেশকে আবারো হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তাহলে নতুন বাংলাদেশে কিসের পরিবর্তন হলো প্রশ্ন রেখে তিনি বলেন, শুধু স্লোগানের পরিবর্তন আর চাঁদাবাজির হাত বদল হলে হবে না। নতুন বাংলাদেশ হতে হবে ছাত্র-জনতার প্রত্যাশিত একটি সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ। ফুড প্যাকেট উপহার প্রদান অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌর আমীর গোলাম রাব্বানী, সদর উপজেলা সেক্রেটারী আব্দুর রহমান, রাণীহাটি ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রহিম সহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও রাণীহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শতাধিক পরিবারের মাঝে ফুড প্যাকেট ও নগদ অর্থ উপহার প্রদান করেন জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল। প্রতিটি ফুড প্যাকেটে রয়েছে চাল ২৫ কেজি, ডাল ২ কেজি, তেল ২ লিটার, চিনি ২ কেজি, খেজুর ১ কেজি, আলু ১০ কেজি, সেমাই ২ প্যাকেট, নুডুলস ২ প্যাকেট, পাপড় ২ পিস এবং নগদ অর্থ ১০০০ টাকা। পরে নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০ পরিবারের মাঝে এবং চাঁপাইনবাবগঞ্জ মহিলা মাদ্রাসা মাঠে ৭৫ পরিবারের মাঝে ফুড প্যাকেট ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়। |