![]() চাঁপাইনবাবগঞ্জে আড়াই লক্ষ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
![]() আটককৃতরা হলো- জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে তেজামুল (৪২) এবং মৃত আব্দুল মান্নানের ছেলে সামির উদ্দিন ওরফে শহিদুল পাতান (৩৫)। এ বিষয়ে দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে র্যাব জানায়, গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার দুপুর ১২টায় জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফুলতলা মোড়স্থ শুকুরের নিবির ষ্টোরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে র্যাবের দল তাদের থামতে সংকেত দেয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২ লক্ষ ৩৫ হাজার টাকার ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সামির ও তেজামুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করলে শিবগঞ্জ থানায় তাদের সোপর্দ করা হয়। |