![]() সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনযাত্রা উন্নয়নে কর্মশালা
সাতক্ষীরা প্রতিনিধি:
|
![]() কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন ডব্লিউএইচএইচ-এর প্রকল্প প্রধান জিয়াউল হক, আনন্দের কর্মসূচি প্রধান এ কে এম আনোয়ার হোসেন মোল্লা এবং প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী। কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং প্রকল্পের সুবিধাভোগীরা অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য দেন আনন্দের প্রকল্প প্রধান এ কে এম আনোয়ার হোসেন মোল্লা, এবং প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ডব্লিউএইচএইচ-এর প্রকল্প প্রধান জিয়াউল হক। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, "সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে এবং প্রকল্পের সম্পদ যথাযথভাবে ব্যবহার করতে হবে, যাতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই জীবনযাত্রার সুযোগ পায়।" প্রকল্পটি সাতক্ষীরা পৌরসভার ৫, ৭ ও ৯ নম্বর ওয়ার্ড, সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন এবং দেবহাটা উপজেলার কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নে বাস্তবায়িত হবে। এই অঞ্চলের ৫০০০ দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের সদস্যরা এর সুবিধাভোগী হবেন, যেখানে দলিত, সংখ্যালঘু, প্রতিবন্ধী ও নারী প্রধান পরিবারগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীরা জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলা ও জীবিকা উন্নয়নে সক্ষমতা অর্জন করবেন। কর্মশালার শেষ পর্বে প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। |