![]() গাবতলীতে লিমন হত্যা মামলার প্রধান আসামি রবিন গ্রেফতার
নতুন বার্তা, ঢাকা:
|
![]() মঙ্গলবার (১৮ মার্চ) র্যাব ৪-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। র্যাব জানায়, র্যাব-৪ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ ও র্যাব ৪-এর একটি যৌথ আভিযানিক দল ১৭ মার্চ রাতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় অভিযান চালিয়ে রবিন মিয়াকে গ্রেফতার করে। রবিন মিয়া এ মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি এবং ঘটনার পর থেকে পলাতক ছিলেন। হত্যাকাণ্ডের পটভূমি নিহত মো. লিমন হোসেন (১৬) ছিলেন একজন ব্যাটারিচালিত মিশুক গাড়ির চালক। গত বছর ২৩ ডিসেম্বর সকালে তিনি গাড়ি নিয়ে বাসা থেকে বের হন, কিন্তু আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পান এবং আত্মীয়স্বজনদের বাড়িতে খুঁজেও কোনও সন্ধান মেলেনি। পরে, গত বছরের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় গাবতলী সিটি কলোনির নির্মাণাধীন সরকারি কোয়ার্টারের পঞ্চম তলায় লিমনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৭ ডিসেম্বর দারুস সালাম থানায় ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা (নং-১৮) দায়ের করা হয়। মামলা অনুযায়ী, আসামিরা পূর্বশত্রুতার জেরে লিমনকে হত্যা করতে পরিকল্পিতভাবে ওই ভবনে নিয়ে যায় এবং শ্বাসরোধ করে হত্যা করে। র্যাব-৪ ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ছায়া তদন্ত শুরু করে এবং অপরাধীদের চিহ্নিত করতে সক্ষম হয়। পরবর্তীতে র্যাব-১ ও র্যাব ৪-এর চৌকস যৌথ অভিযান পরিচালনা করে মূল আসামি রবিন মিয়াকে গ্রেফতার করে। তিনি দীর্ঘদিন গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় আত্মগোপনে ছিলেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি রবিন মিয়া (৩০) স্বীকার করেছেন, তিনি ও তার সহযোগীরা পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে লিমনকে হত্যা করে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। |