![]() ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্ন হাসপাতালের স্বপ্ন : মাসে মাসে চলবে অভিযান
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি:
|
![]() অভিযানে অংশ নেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান, হাসপাতালের সহকারী পরিচালক জয়ন্ত কুমার সাহা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ আরও অনেকে। জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, "২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই আমাদের মূল লক্ষ্য। এখানে আসা রোগীরা যেন স্বস্তিদায়ক পরিবেশে থাকতে পারেন, সেদিকে আমরা নজর দিচ্ছি। এখন থেকে প্রতি মাসে নিয়মিতভাবে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে জানান কর্মকর্তারা।" |