![]() কালাইয়ে প্রাইভেটকার-অটোভ্যান সংঘর্ষে নিহত ২
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
![]() বুধবার বিকেলে উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালাই উপজেলার ভূগোইল পশ্চিম পাড়া গ্রামের ইদ্রিস আলী (৬২), মোফাজ্জল হোসেন মোফা (৩০)। আহতরা হলেন- ভূগোইল গ্রামের নুরুল ইসলাম (৪২) বুড়োইল গ্রামের আশরাফ হোসেন (৬০)। অটোভ্যানের যাত্রী আহত আশরাফ হোসেন বলেন, চালকসহ আমরা চারজন ছিলাম অটোভ্যানে। সবাই পুনট বাজারে যাচ্ছি বাজার করতে। বাঁশের ব্রিজ এলাকায় মোড় ঘুরে পুনটের দিকে যেতে, জয়পুরহাটের দিক থেকে আসা একটি প্রাইভেটকার মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলে দু'জন নিহত হোন। অটোভ্যান চালক ও আমাকে স্থানীয়রা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে নুরুল ইসলাম এর অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন সড়ক দুর্ঘটনায় দুইজনের নিহত ও দু'জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। |