![]() ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজীর অভিযোগে মামলা
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি:
|
![]() মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মামলার আসামী শীবগঞ্জ সারালী গ্রামের এনামুল হকের ছেলে মো: রাসেল ইসলাম (২৮) ও একই এলাকার শামসুল হকের ছেলে পিন্টুসহ ৩/৫ জন বিদ্যানাথ সরকারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এ অবস্থায় গত ৮ মার্চ বিকেলে আসামীরা কোল্ড ষ্টেরেজের ভেতরে প্রবেশ করে পুনরায় ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় বিদ্যানাথ চিৎকারের চেষ্টা করলে আসামীরা গলায় চাকু ঠেকিয়ে চাঁদার টাকা এক ঘন্টার মধ্যে দিতে হবে উল্লেখ করে বিভিন্ন হুমকী প্রদান করেন। পরবর্তিতে আশ পাশের লোকজন এগিয়ে এলে আসামীরা পালিয়ে যায়। |