![]() ‘দেশের মানুষই আমাদের হার দেখার জন্য বসে থাকে’
নতুন বার্তা, ঢাকা:
|
![]() ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেটে হেরে যায় পাকিস্তান। এর ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে তারা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রউফ এমন মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে নতুন তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সালমান আগাকে নতুন অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে, যিনি ‘ভয়ডরহীন ক্রিকেট’ খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে প্রথম দুই ম্যাচে সে প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যায়নি। রউফের মতে, তরুণ খেলোয়াড়দের নিজেদের প্রমাণের জন্য ১০-১৫ ম্যাচ সুযোগ দেয়া উচিত। কিন্তু তার আগেই তাদের নিয়ে অতিরিক্ত সমালোচনা করা হচ্ছে। তিনি বলেন, ‘সবারই নিজস্ব মতামত আছে, কিন্তু পাকিস্তান ক্রিকেটে সমালোচনা যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়দের সমালোচনা করাটা এখন খুব সাধারণ ব্যাপার।' তিনি আরও বলেন, ‘পাকিস্তানে এখন এটা খুবই সাধারণ বিষয় যে লোকে আমাদের হার দেখার অপেক্ষায় থাকেন।’ এদিকে, নিউজিল্যান্ডের প্রশংসা করে রউফ বলেন, ‘নিউজিল্যান্ড ভালো ক্রিকেট খেলেছে। আমাদের বোলারদের কঠিন পরীক্ষায় ফেলেছে। কিছু শট তো আমাদের জন্য দুর্ভাগ্যজনক ছিল। এমনকি ব্যাটের কানায় লেগে ছক্কা হয়েছে।’ তিনি ছোট সীমানা এবং বাতাসকেও এই অবস্থার জন্য দায়ী করেন। আগামী শুক্রবার অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচ। সেখানে পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারে কি না, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। |