![]() কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
নতুন বার্তা, ঢাকা:
|
![]() বৃহস্পতিবার (২০ মার্চ) র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এএসপি মো. সাইদুর রহমান শেখ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, র্যাব-৪ বিভিন্ন নৃশংস অপরাধে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার মাধ্যমে নাগরিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ ও র্যাব-১ এর যৌথ আভিযানিক দল কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সবুজ মিয়াকে বুধবার দুপুরে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে। সবুজ মিয়া জামালপুর জেলার সদর থানার ইমান আলী (৫৪) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণ জানিয়ে এএসপি মো. সাইদুর রহমান শেখ বলেন, ২০২১ সালের ১৪ মার্চ মো. সবুজ মিয়াকে আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরবর্তী সময়ে আসামি সবুজ মিয়া গ্রেফতার হয়ে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় গত ৫ আগস্ট পালিয়ে যান। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় মামলা করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ ও র্যাব-১ এর একটি দল বুধবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতার সবুজ মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। |