![]() শুরু হচ্ছে আইপিএলের নতুন সিজন, ম্যাচ দেখা যাবে টফিতে
নতুন বার্তা, ঢাকা:
|
![]() দর্শকদের জন্য আরও ভালো অভিজ্ঞতা নিশ্চিত করতে নতুন ইন্টারফেস নিয়ে এসেছে টফি। আপনি যেখানেই থাকুন না কেন, রাস্তা, স্কুল অথবা কর্মক্ষেত্র, টফির অন-দ্য-গো ভিউয়িং এবং রিমোট ভিউয়িং অপশনের মাধ্যমে সকলেই খুব সহজে আইপিএল ম্যাচ দেখতে পারবেন। ফোনে থাকলে টফি, এই সিজনের কোনো চার-ছক্কা আর মিস হবে না। বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, “টফি গ্রাহকদের জন্য নির্বিঘ্ন ও সহজলভ্য বিনোদন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে আইপিএলের সময় বিপুল উত্তেজনা বিরাজ করে; মানুষের এই আগ্রহ বিবেচনায় নিয়ে আমরা টফি ব্যবহারকারীদের জন্য সকল ম্যাচ সরাসরি সম্প্রচার করবো। ফলে, দেশের ক্রিকেটপ্রেমীরা যেকোনো সময় এবং যেকোনো জায়গা থেকে এই হাই-ভোল্টেজ টুর্নামেন্টের প্রতিটি উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে পারবেন।” টফি দর্শকদের সাশ্রয়ী মূল্যে এই প্রিমিয়াম কন্টেন্ট অফার করছে। গ্রাহকরা মাত্র ২০ টাকায় ১ দিনের জন্য, ৫০ টাকায় ৭ দিনের জন্য এবং মাত্র ৯৯ টাকায় ৩০ দিনের জন্য আইপিএল ম্যাচ দেখার সুযোগ পাবেন। গ্রাহকদের জন্য বিকাশ এবং ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট সুবিধা রয়েছে। |