![]() গণহত্যাকারী আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার অধিকার রাখে না - ড. মাসুদ
নতুন বার্তা, ঢাকা:
|
![]() শুক্রবার (২১ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়ারী পূর্ব থানা আয়োজিত ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, যারা ক্ষমতার জোরে চেয়ারে বসে বলে, জনগণকে কিছুই মনে করে না! তাদের ভুলে যাওয়া উচিত নয়, জনগণই কিন্তু চেয়ারে বসায় আবার চেয়ার থেকে ছুঁড়ে ফেলে। কোথায় গিয়ে পড়ে তার কোন নিশ্চয়তা নাই। জনগণের বিপক্ষে না গিয়ে জনগণের মুখের ভাষা, চোখের ভাষা বুঝতে তিনি প্রশাসনের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। ড. মাসুদ বলেন, সন্ত্রাসী খুনি নেতানিয়াহু ফিলিস্তিনি মুসলিমদের হত্যা করেছে; শেখ হাসিনা নিজ দেশের নাগরিকদের হত্যা করেছে! সেই হাসিনার দল আওয়ামী লীগের জন্য যাদের মায়া কান্না হয় তারা দেশ ও জাতির দুশমন। এরাই ৫ আগস্টের পর জাতীয় ঐক্যে ফাটল ধরাতে কাজ করেছে। এদেরকে জাতীয় স্বার্থে প্রতিহত করতে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী ঢাকা-৬ আসনের মাটি ও মানুষের নেতা অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, আওয়ামী লীগ যদি এদেশে রাজনীতিই করে তাহলে দেশ ছেড়ে পালিয়ে গেলো কেন?- যারা আওয়ামী লীগকে পুনবার্সন করার ষড়যন্ত্র করছে তারা মূলত ভারতীয় গুপ্তচর। আওয়ামী লীগের পরাজয় আসলে ভারতের পরাজয় হয়েছে যার কারণে ভারত এদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আওয়ামী লীগের পতনের পর ভারত আমাদের দেশের আকের রাজনৈতিক দলকে ক্ষমতার লোভ দেখিয়ে তাদের ফাঁদে ফেলেছে ফলে জাতীয় ঐক্যে ফাটল দেখা দিয়েছে। যেই ঐক্যে জুলাই গণ-অভ্যুত্থান হয়েছে সেই ঐক্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ড. মান্নান বলেন, ঐক্যবদ্ধ জাতি পরাজিত হয় না। তিনি আরো বলেন, সারাদেশের মতই ঢাকা-৬ আসনের জনগণের উপর অমানবিক জুলুম নির্যাতন করেছে আওয়ামী লীগ। এই নির্যাতনের ক্লান্তি মুছতে আগামীতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই তিনি আগামীতে ঢাকা- ৬ আসনের জনগণকে ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। জামায়াতে ইসলামীর ওয়ারী পূর্ব থানা আমীর মোতাছিম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহানগরী ও থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। |