![]() বোয়ালখালীতে টেম্পো-টেক্সির সংঘর্ষে শিশুর মৃত্যু
এমরান কাদেরী, বোয়ালখালী (চট্টগ্রাম):
|
![]() শুক্রবার (২১ মার্চ) বিকেল ৫:টার দিকে উপজেলার কানুনগোপাড়া সড়কের জুটপুকুর বাদুরতলা এলাকায় টেক্সি ও টেম্পোর এ সংঘর্ষ হয়। নিহত শিশু মো. ইমরান উপজেলার কধুরখীল ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আলী আকবরের পুরাতন বাড়ির মো. আব্দুল মান্নানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতির টেক্সিটি (চট্টগ্রাম-থ ১৩-৩৯৬৬) কানুনগোপাড়ার দিকে যাচ্ছিল। এসময় আরেকটি গাড়িকে ওভার টেক করলে বিপরীত দিক আসা যাত্রীবাহী টেম্পোর সাথে সংঘর্ষ হয়। এতে টেক্সিতে থাকা শিশুটির মাথায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শিশুর অবস্থা আশংকা জনক হওয়ায় চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পুলিশ টেক্সিটি জব্দ করে থানায় নিয়ে গেছে। তবে টেম্পোটি পালিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.রাবেয়া বলেন, আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। শিশুটির নানা মো.ইয়াকুব জানান, উন্নত চিকিৎসার জন্য নাতিকে চমেক হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছে।উপজেলা সদরে ঈদের কাপড় কিনে নানীর সাথে টেক্সিতে করে নানার বাড়িতে ফিরছিলো। |