![]() মসজিদ নির্মাণের নামে লাখ টাকা হাতিয়ে নেওয়া সেই গ্রাম পুলিশের বিরুদ্ধে মানববন্ধন
লক্ষীপুর জেলা প্রতিনিধি:
|
![]() মানববন্ধনে প্রশাসনের সহযোগিতা কামনা করে ভুক্তভোগী হেলালা উদ্দিন, মাহাদি হাসান আরিফ, মাইনউদ্দিন চিশতী, আবদুল আহাদ মামুন, বিল্লাল হোসেন ও সুমন হাওলাদার প্রমুখ। এই সময় বক্তারা বলেন, প্রতারক গ্রাম পুলিশ সদস্য দেলোয়ার তিন বছর আগে বিদেশি অনুদানে মসজিদের নতুন ভবন করে দিবে বলে খরচ বাবদ আমাদের এলাকার বিভিন্ন মসজিদ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আমরা এই মসজিদের টাকা চাইলে সে আমাদেরকে তখন বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের কথা বলে ভয় দেখিয়েছেন, আমরা এখন এই প্রতারককে গ্রেফতার ও আমাদের মসজিদ গুলোর টাকা উদ্ধার করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান খান বলেন, গ্রাম পুলিশ দেলোয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ অভিযোগে পৃথক ৫টি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। |