![]() উত্তর অঞ্চলের মধ্যপাড়া পাথর খনি থেকে দীর্ঘ ১ মাস পর পাথর উত্তোলন শুরু
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
|
![]() এ বিষয়টি নিশ্চিত করেছেন খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন। যান্ত্রিক ত্রæটির কারণে ২০২৫ সালের ফেব্রæয়ারী মাসের ১১ তারিখ ভোর থেকে খনির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ ০১ মাস পর খনিটির উৎপাদন পুনরায় শুরু হয়। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিঃ (এমজিএমসিএল) বাণিজ্যিক ভাবে উৎপাদন শুরু করেন ২০০৭ সালের ২৫ মে। প্রথম অবস্থায় খনি থেকে দৈনিক ০১ হাজার ৫শত থেকে ০১ হাজার ৮শত টন পাথর উৎপাদন শুরু হলেও পরে তা নেমে আসে ৫শত টনে। উৎপাদনে যাওয়ার পর থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত ক্ষতির পরমান দাড়ায় শত কোটির টার উপর এমন অবস্থায় উৎপাদন বাড়াতে ২০১৪ সালের ফেব্রæয়ারী মাসে ৯২ লক্ষ মেট্রিকটন পাথর উত্তোলনের বিপরিতে ১৭১.৮৬ মিলিয়ন ডলারের চুক্তি করে খনির উৎপাদন ও রক্ষনাবেক্ষনের দায়িত্ব দেওয়া হয় বেলারুশের ঠিকাদির প্রতিষ্ঠান জামার্নিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর পর থেকে খনিটি লাভের মুখ দেখতে শুরু করে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ০৬ বছরের জন্য পুনরায় চুক্তি করে খনি কর্তৃপক্ষ। কারণ কোম্পানিটি সরকারকে বিপুল পরিমান রাজস্ব দেখিয়েছেন। খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কারিগরি ত্রæটির কারণে ফেব্রæয়ীরী মাসে খনির উৎপাদন বন্ধ হয়ে যায়। দেশের বাহির থেকে মালামাল ক্রয় করে এনে স্থাপন করে গত বুধবার থেকে খনির ভূ-গর্ভ থেকে পুরোদমে পাথর উৎপাদন শুরু হয়েছে। ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। |