![]() ১০ লাখ টাকার মাছ লুট: শালিসি বৈঠক শেষে ১০ জনকে পিটিয়ে জখম!
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
|
![]() শুক্রবার (২১ মার্চ) রাতে আনোয়ার হোসেন ৭ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর-আগে, ওইদিন বিকেলে সদর উপজেলার চর রহমনী মোহন ইউনিয়নের (১নং ওয়ার্ড) বালু চর এলাকায় এ হামলার শিকার হন ভুক্তভোগীরা। আহতরা হলেন- হাবিবুর রহমান শাকিল (২৬), মো. আরাফাত (২৮), সোহেল রানা (৩৫), নাহিদ (১৭), রাইসুল ইসলাম (১৬), ইব্রাহিম হোসেন বাবুল, মো. কামাল উদ্দিন, মো. হাসান ও সোহেল। হামলাকারীরা হলেন ৮নং চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের হৃদয়, মিরাজ, ইমরান, বেলাল হোসেন, বাকের, মো. আক্তার ও শাকিল। অভিযোগ সূত্রে জানা গেছে,চররমনী ইউনিয়নের বালুচর সংলগ্ন ভূইয়া এগ্রো ফিশারীজ থেকে হামলাকারীরা ১০ লক্ষ টাকা মাছ চুরি করে নিয়ে যায়, এ নিয়ে একলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতে একটি সালিশ বৈঠক হয়,কিন্তু হামলাকারীরা স্থানীয় সালিশ এর রায় অমান্য করে তাদের উপর হামলা করে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, এ ধরনের ঘটনায় আমরা একটি লিখিত এজাহার পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। |