![]() ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিএসপি'র বিক্ষোভ সমাবেশ ও মিছিল
নতুন বার্তা, ঢাকা:
|
![]() তিনি বলেন, এই মুহূর্তে মুসলিম উম্মার একতাই রুখে দিতে পারে মুসলমানদের বিরুদ্ধে সকল অপপ্রচার ও ষড়যন্ত্র। তিনি মুসলিম দেশ গুলোকে নিয়ে আলাদা জাতিসংঘ ও সামরিক জোট গড়ে তোলার দাবী করেন। বিক্ষোভ সমাবেশে বিএসপি নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদের এজেন্ট একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশপ্রেমিক সেনাবাহিনীসহ দেশের সকল অর্গানকে বিতর্কিত করে তুলছে । যেকোনো মূল্যে জনগণকে এই অপচেষ্টার বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণ মনে করে একটি চক্র সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার করে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিচ্ছে। তাই সেনাবাহিনীর বিরুদ্ধে যে কোন অপপ্রচার ও ষড়যন্ত্র জনগণ মেনে নিবে না। বিএসপির ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া, জাতীয় স্থায়ী সদস্য ও ভাইস চেয়ারম্যান খলিফা মনির হোসেন, জাতীয় স্থায়ী পরিষদ সদস্য ও যুগ্ন মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন, জাতীয় স্থায়ী পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, জাতীয় স্থায়ী পরিষদ সদস্য ও আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম অভি, যুগ্ম মহাসচিব মোঃ সোহেল সামাদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল বারী, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুন ,প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন প্রমূখ। |