![]() ঠাকুরগাঁওয়ে ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে চাল বিতরণ
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি:
|
![]() ইউনিয়নবাসির উপস্থিতে সরকারি বরাদ্দকৃত চাল সাড়ে ২২ টন ইউনিয়ন বাসীর মাঝে বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা ট্যাগ অফিসার ও ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য গ্রাম পুলিশ সহ অন্যান্যরা। ঈদ উপলক্ষে সরকারের উপহার সঠিকভাবে ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য খুশি হয়েছেন ইউনিয়নবাসী। উল্লেখ্য: চাল নিতে আসা হতদরিদ্রদের সঙ্গে কথা বলে জানা যায় চাল পেয়ে আমরা খুশি অন্তত ঈদের দিন পরদিন চালের চিন্তা করতে হবে না। ইউনিয়নের পেনেল চেয়ারম্যান সিমলা রায় ও ৩ নং ইউ,পি মে্ন্বার বাবলুর রহমান বলেন বলেন,মানুষ মানুষের জন্য শুধু এই ঈদ নয় প্রত্যেকটি ঈদে মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের কাজ। তাদের ভোটের মধ্যে দিয়েই জনপ্রতিনিধি হয়েছি। তাই সকলের সুখে দু:খে পাশে থাকতে চাই। |