![]() সাতক্ষীরার শ্যামনগরে জমি বিরোধে ভাই ভাতিজাদের মারপিটে প্রতিবন্ধী নিহত
সাতক্ষীরা প্রতিনিধি:
|
![]() শ্যামনগর থানার অফিসার ইনচার্জ-ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা বলেন, রবিবার (২৩ মার্চ) ভোর সকালে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা খেয়াঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কাদের মোড়ল ওই এলাকার মৃত খতিব আলী মোড়লের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। স্থানীয় ইউপি সদস্য হাফিজুল গাজী জানান, দীর্ঘদিন ধরে কাদের মোড়ল ও তার ভাই মোশারফ মোড়লসহ পরিবারের কয়েকজনের মধ্যে বসতভিটা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন ভোরে কথা কাটাকাটির একপর্যায়ে তার আপন ভাই ও ভাতিজারা তাকে বেধড়ক মারধর করেন। আঘাতে গুরুতর আহত হয়ে কাদের মোড়ল অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী মাকসুদা বিবি জানান,আমার ভাসুরদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারই জের ধরে ভোর সাড়ে পাঁচটার দিকে আমার স্বামীকে প্রকাশ্যে ঘাড় মটকিয়ে ও পেট-বুকে আঘাত করে হত্যা করা হয়। কাদের মোড়লের ছেলে তৈবুর রহমান অভিযোগ করে বলেন,আমরা চাচা মফিজুল মোড়লের কাছ থেকে একটি জমি কিনেছিলেন। সেই জমিতে বালু ভরাট করাকে কেন্দ্র করে বিরোধ বাধে। এর জেরে চাচা মোশারফ মোড়ল, অহেদ মোড়ল, রফিকুল মোড়ল এবং চাচাতো ভাই রবিউল ইসলাম ও হাবিবুর রহমানসহ তাদের সহযোগীরা আমার প্রতিবন্ধী বাবাকে নির্মমভাবে মারধর করে হত্যা করে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। |