![]() লুটনে অবস্থানরত প্রবাসী সহকর্মীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নতুন বার্তা, ইউকে:
|
![]() শনিবার (২২ মার্চ) স্থানীয় বেরি পার্কের আভিজাত্য হোটেল হ্যাটার্স ফিশ এন্ড চিপস মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাহফিলের অন্যতম প্রধান অর্গানাইজার শাহ বাসিত, জুয়েল মাসনুন, হাসান ইমাম খান, মনসুর বিন সালেহ, জুয়েল আহমদ, ফখরুল ইসলাম, মুহাম্মদ রায়হানুল ইসলাম রাজু, মুহিবুর রহমান, আল আমীন, জাবেদ আহমদ, কাজি জাকির হুসাইন, ইয়াকুব আলী, রাকিব আহমদ, চৌধুরী ইশরাক নুর, ইমরান আহমদ, আবু রাহাত, জামাল আহমদ, কিবরিয়া আহমদ, ময়নুল ইসলাম, বদরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, হুসাইন আহমদ, ইমদাদ আহমদ, ফাহাদ আহমদ, সালিম আহমদ, ইমরান আহমদ, কামাল আহমদ, সরোয়ার হুসাইন, বিলাল হুসাইন, মুহাম্মদ জাফর ইকবাল, মাজহারুল ইসলাম ফয়সল, নাইম আহমদ, আকমাম আহমদ প্রমুখ। উক্ত ইফতার মাহফিলে প্রবাসী সহকর্মীদের প্রানবন্ত উপস্থিতিতে ইফতারপূর্ব মুহুর্তে বাংলাদেশ, ফিলিস্তিন ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করেন হাফিজ মনসুর বিন সালেহ। ইফতার পরবর্তী চা চক্র শেষে মাহফিলের সমাপ্তি ঘটে। |