![]() সুন্দরবনে ফের আগুন, বারবার পুড়ছে সংরক্ষিত বনাঞ্চল
নতুন বার্তা, বাগেরহাট:
|
![]() সুন্দরবনে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন বন বিভাগ ও পরিবেশকর্মীরা। গত ২৩ বছর সুন্দরবনে ২৭ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার সবগুলোই সুন্দরবন পশ্চিম বন বিভাগে এবং লোকালয় সংলগ্ন ভোলা নদীর পার্শ্ববর্তী চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের বনাঞ্চলে। বন বিভাগের তদন্ত প্রতিবেদন বলছে, বেশির ভাগ আগুন লেগেছে জেলে-মৌয়ালদের অসাবধানতায়। যদিও এ নিয়ে বনজীবীদের দ্বিমত আছে। বনজীবীদের দাবি, এক শ্রেণির অসাধু লোক বনে আগুন দেয়। তারা কারেন্ট জাল দিয়ে বর্ষায় মাছ ধরে। শনিবারের আগুন নেভাতে যাওয়া বনজীবীরা জানান, বনে মন মোরগ ধরার ফাঁদ এবং মোরগ-মুরগির পালক দেখতে পেয়েছেন। এতে বোঝা যায়, সংরক্ষিত বনাঞ্চলে মানুষের অবাধ বিচরণ রয়েছে। যা কোনোভাবেই কাম্য নয়। প্রতিবারই আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। গতবারের আগুনের ঘটনায়ও ‘কর্ডন’ বা ‘ফায়ার লাইন’ তৈরি করতে বেগ পেতে হয়েছে। লোকালয় থেকে দূরে এবং পানির উৎসের দূরত্ব বেশি হওয়ায় আগুন নেভাতে দেরি হচ্ছে। সুন্দরবনে বারবার আগুনের ঘটনায় ক্ষুব্ধ পরিবেশকর্মীরা। সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী নূর আলম শেখ বলেন, সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন এবারই প্রথম নয়। এর আগেও এখানে আগুন লেগেছিল। সেই পোড়া গাছের কয়লা হয়ে যাওয়া গোড়ার অংশ এখনো রয়েছে। প্রতি বছরই বর্ষার আগে এই আগুন দেওয়া হয়। যে কোনো মূল্যে এদের প্রতিহত করতে হবে। |