![]() কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে মোঘল আমলের পুরোনো ঐতিহাসিক 'সুর' মসজিদ
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
|
![]() এছাড়াও তিনটি গোলাকার ছোট গম্বুজ রয়েছে মসজিদটিতে। ছোট ছোট ইট দিয়ে নির্মিত মসজিদের দেওয়ালে নিপুন হাতে তৈরি বিভিন্ন দৃশ্য খোদাই করা রয়েছে। মসজিদটির সৌন্দর্য্য বৃদ্ধিতে কোনো কমতি রাখেনি নির্মানকারীরা। এর নির্মান শৈলী দেখে অভিজ্ঞ মহলের ধারনা মোগল আমলে নির্মিত। স্থানীয়রা এটাকে সুর মসজিদ বলে জানেন। মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান সালাউদ্দিন মাসুম বলেন, মসজিদটি দীর্ঘকাল পূর্বে নির্মিত হলেও সেখানে নামাজ আদায় হয়না। অর্থাৎ যুগ যুগ ধরে মসজিদটি পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে মসজিদ চত্বরে বার্ষিক ঈদের নামাজ আদায় হয়ে থাকে। প্রাচীন এই মসজিদটি সম্পুর্ন অরক্ষিত অবস্তায় রয়েছে। ফলে বর্তমানে মসজিদের দেওয়ালের বাইরে কারুকার্যসহ মসজিদের দেওয়ালগুলি বিনষ্ট হতে চলেছে। স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন,এলাকায় জনশ্রুতি রয়েছে মসজিদটি এক রাতেই নির্মিত হয়েছে। স্থানীয় মুরুব্বিদের কাছে শুনেছি এই মসজিদের বয়স প্রায় চারশো-সোয়া চারশো বছর হতে পারে বলে ধারণা করে তারা। মসজিদটির রক্ষণাবেক্ষণ দ্রæত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।প্রাচীন এ নিদর্শনটি রক্ষায় যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে এমনটি প্রত্যাশা এলাকাবাসীর। |