![]() যান্ত্রিক ত্রুটিতে আটকা মেট্রোরেল
নতুন বার্তা, ঢাকা:
|
![]() সোমবার (২৪ মার্চ) ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, একটা ট্রেন ডিফেক্ট হয়েছে। সেই ট্রেনটিকে আগারগাঁওয়ে সাইড করা হচ্ছে। সেটার কাজ শেষ হলেই বাকি দিনগুলো চলাচল শুরু করবে। এটার জন্য হয়ত বেশি সময় লাগবে না। দায়িত্বশীল আরও একটি সূত্র জানিয়েছে, একটি ট্রেনের ব্রেকে জটিলতা তৈরি হয়েছিল। পরে দুপুর ৩টা ৪০ মিনিট থেকে বিকাল ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ৪টা ৮ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। |