![]() চৌদ্দগ্রাম বিএনপিকে শান্ত ও সুশৃঙ্খল থাকার আহ্বান ড নয়ন বাংগালির
নতুন বার্তা, কুমিল্লা:
|
![]() দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর সাবেক এমপি মুজিবুল হকের ব্যক্তিগত কার্যালয় দখলে নিয়ে অফিস করে স্থানীয় বিএনপি। উপজেলায় দলটির চার পাঁচটি পক্ষ রয়েছে। এ কার্যালয়ে সোমবার সাংগঠনিক সভা চলাকালে স্থানীয় কামরুল হুদা পক্ষ ও হিরণ মোল্লা-জুয়েল পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।বর্তমান এ রাজত্ব চালাচ্ছে নোবেল গ্রুপ , হিরন গ্রুপ , পলাশী গ্রুপ , কামরুল হুদা গ্রুপ - এরা কেউ কাউকে মেনে নিতে পারছে না । সংঘর্ষে হিরণ মোল্লাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে নেতাকর্মীরা দাবি করেছেন। আহত সবাই হিরণ মোল্লার পক্ষের অনুসারী বলে জানা গেছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত অন্যরা হলেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়ের, চিওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুবদল কর্মী সবুজ, বাইকগ্রামের সাইফুল, ছাত্রদল কর্মী ইউসুফ, জনি, যুবদল কর্মী ইকবাল, উজিরপুরের আইয়ুব, কালিকাপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. জাকির হোসেন, মহিন প্রমুখ নয়ন বাংগালি বলেন আমরাও অনেক কর্মী সমাবেশ করেছি , হাজার হাজার মিটিং করেছি নেতৃত্বের প্রতিযোগিতা ছিল কিন্তু এধরনের আওয়ামী আচরন দেখাই নাই । এসকল গরুপিং দলাদলি বাদদিয়ে সমাজের স্বার্থে দেশের স্বার্থে ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের আদর্শ ও কর্ম পরিকল্পনা বাড়ীতে যান । আগামীতে এধরনের পরিস্থিতি সৃষ্টি করলে আমরা হাইকমান্ড কে বলতে বাধ্য হবো প্রয়োজনীয় ব্যবসহা নিতে । |