আজ বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
 / অর্থনীতি / বাণিজ্য / প্রস্তাবিত ট্রাভেল এজেন্সি পরিপত্র: বন্ধ হয়ে যাবে হাজার হাজার ট্রাভেল এজেন্সি
প্রস্তাবিত ট্রাভেল এজেন্সি পরিপত্র: বন্ধ হয়ে যাবে হাজার হাজার ট্রাভেল এজেন্সি
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 25 March, 2025 at 1:15 AM
প্রস্তাবিত ট্রাভেল এজেন্সি পরিপত্র: বন্ধ হয়ে যাবে হাজার হাজার ট্রাভেল এজেন্সিগ্রাহক হয়রানি প্রতিরোধের নামে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার জন্য একটি খসড়া পরিপত্র তৈরি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এই খসড়া পরিপত্র হিসেবে জারি হলে বন্ধ হবে বাংলাদেশের হাজার-হাজার ট্রাভেল এজেন্সি। একই সঙ্গে বেড়ে যাবে গ্রাহক হয়রানি।
পরিপত্রের খসড়ার (ণ)- ধারাতে লেখা হয়েছে, ‘এক ট্রাভেল এজেন্সি অন্য ট্রাভেল এজেন্সির সঙ্গে টিকিট ক্রয়-বিক্রয় করতে পারবে না।’
খসড়া পরিপত্রের এই ধারার বিরোধিতা করে ট্রাভেল এজেন্সিগুলো বলছে, বিশ্বব্যাপী ট্রাভেল ব্যবসায় এজেন্ট টু এজেন্ট (বি-টু-বি) মডেল প্রচলিত। যেখানে এক ট্রাভেল এজেন্সি অন্য ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি করতে পারে। বাংলাদেশে এই নিয়মের ব্যত্যয় হলে স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না। পাশাপাশি এই সেক্টরের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।
দেশে বর্তমানে পাঁচ হাজার ৭৪৬টি লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি রয়েছে। তাদের মধ্যে মাত্র ৯৭০টি ট্রাভেল এজেন্সি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আয়াটা) স্বীকৃতিপ্রাপ্ত। ৯৭০টির মধ্যে কেবল ৩৫০টি ট্রাভেল এজেন্সির কাছে এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সসহ বড় বড় এয়ারলাইন্সের টিকিট বিক্রির অনুমতি (ক্যাপিং) আছে। এমনকি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বিক্রির অথরিটি পেতে হলে আয়াটাসহ সবমিলিয়ে ৪০ লাখ টাকা অগ্রিম জমা দিতে হয়। এ ছাড়া এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, সালাম এয়ার, জাজিরা এয়ারওয়েজের মতো বাজেট এয়ারলাইন্সগুলোর টিকিট আয়াটাতে পাওয়া যায় না। ফলে দেশের পাঁচ হাজারেরও বেশি লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি টিকিট সংগ্রহের জন্য এই ৩৫০টি ট্রাভেল এজেন্সির ওপর নির্ভরশীল। যদি সরকার কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত এক ট্রাভেল এজেন্সি অন্য লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট ক্রয়-বিক্রয় করতে না পারে সেক্ষেত্রে এই পাঁচ হাজারের বেশি লাইসেন্সপ্রাপ্ত মাঝারি ও ছোট পরিধির প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে।
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি আবদুস সালাম আরেফ এ প্রসঙ্গে বলেন, পরিপত্রের খসড়ার বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে আটাবের সঙ্গে শেয়ার করা হয়নি। ট্রাভেল এজেন্সির ব্যবসা নিয়ে মন্ত্রণালয় আটাবের সঙ্গে যে আলোচনা করেছিল সেখানে বিষয়টি (এক এজেন্সি অন্য এজেন্সিকে টিকিট বিক্রি করতে পারবে না) ছিল না। ব্যবসা করতে না পারলে সবার সমস্যা হবে। সব এজেন্সির কাছে সব এয়ারলাইন্সের টিকিট থাকে না। অনেক সময় ফান্ডের সংকট হয়। সেক্ষেত্রে এক এজেন্সিকে আরেক এজেন্সির সহযোগিতা নিতে হয়। পরিপত্রে এমন বিষয় থাকলে ব্যবসায়িক দিক দিয়ে অনেক সমস্যা তৈরি হবে। এটি আমরা চাই না।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান বলেন, টোয়াব পর্যটন ও টিকিটিংয়ের একটি গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার। এরপরও প্রস্তাবিত পরিপত্রের বিষয়ে টোয়াবের সঙ্গে কোনো আলোচনা করেনি মন্ত্রণালয়। এ ছাড়া এতে বি-টু-বি টিকিট বিক্রির ওপর যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, এটি বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ অযৌক্তিক। ফলে পাঁচ হাজারেরও বেশি ট্রাভেল এজেন্সি প্লেনের টিকিট ইস্যু করতে পারবে না। তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে।
এ বিষয়ে জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করে বলেন, যেহেতু পরিপত্রটি এখনও জারি করা হয়নি, তাই এ বিষয়ে মন্তব্য করতে পারব না। 

বিশ্বের কোথাও আয়াটা বাধ্যতামূলক নয়, কার স্বার্থে এমন সিদ্ধান্ত

খসড়া পরিপত্রের (ঙ) ধারায় বলা হয়েছে, ট্রাভেল এজেন্সি ব্যবসা করার জন্য আবশ্যিকভাবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আয়াটা) স্বীকৃতি ও সদস্যপদ নিতে হবে।
তবে এজেন্সিগুলো বলছে, আয়াটা হচ্ছে একটি টিকিট সেলিং প্ল্যাটফর্ম। পৃথিবীতে দুই ধরনের ট্রাভেল এজেন্সি থাকে। আয়াটা ও নন-আয়াটা ট্রাভেল এজেন্সি। তবে পৃথিবীর কোথাও ট্রাভেল এজেন্সির ব্যবসা করার জন্য আয়াটার মাধ্যমে টিকিট বিক্রি বাধ্যতামূলক নয়।
সাধারণত বড় বড় ট্রাভেল এজেন্সিগুলো আয়াটার সদস্যপদ লাভ করে। কারণ, আয়াটাতে সব এয়ারলাইন্সের টিকিট বিক্রির অথরিটি পেতে হলে কোটি কোটি টাকার ব্যাংক গ্যারান্টির পাশাপাশি কয়েক বছর অপেক্ষা করতে হয়। এ ছাড়া আয়াটাতে কম টাকার ব্যাংক গ্যারান্টিতে সব এয়ারলাইন্সের টিকিট কাটার অনুমতি মেলে না।
একটি এজেন্সিকে আয়াটার সদস্যপদের জন্য আবেদন করতে হলে কমপক্ষে ছয় মাস ব্যবসা করতে হয়। পাশাপাশি সর্বনিম্ন ৩০ লাখ টাকার ব্যাংক গ্যারান্টিসহ আরও নানা কাগজপত্র আয়াটার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার বরাবর জমা দিতে হয়। সব কাগজপত্র ঠিক থাকলে ওই ৩০ লাখ টাকার গ্যারান্টিতে মাত্র তিন থেকে চারটি এয়ারলাইন্সের টিকিট কাটার অনুমতি মেলে। আর ট্রাভেল এজেন্সির গ্যারান্টিকৃত অর্থের সর্বোচ্চ ৭০ শতাংশ অর্থাৎ ২১ লাখ টাকার টিকিট কিনতে পারে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকার কর্তৃক নিবন্ধিত এজেন্সিগুলোর মধ্যে চার হাজার ৪৭৬টি অর্থাৎ ৮৩ শতাংশেরই আয়াটার স্বীকৃতিপত্র নেই। নতুন পরিপত্র জারির সঙ্গে সঙ্গে এজেন্সিগুলো আর টিকিট বিক্রি করতে পারবে না। ফলে টিকিটের সংকট দেখা দেবে এবং ভোগান্তিতে পড়বেন সাধারণ যাত্রীরা।
টোয়াব সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান আরও বলেন, একটি এজেন্সিকে ব্যবসা শুরুর ছয় মাসের মধ্যে যে আয়াটার স্বীকৃতি ও সদস্যপদ নেওয়ার বাধ্যবাধকতার কথা বলা হয়েছে, এটি ব্যবসা বন্ধের আরেক কারণ হবে। আয়াটা বাধ্যতামূলক করা হলে সর্বোচ্চ ১০০টি এজেন্সি টিকিট বিক্রি করতে পারবে। বাকি এজেন্সিগুলো বাজার থেকে ছিটকে পড়বে।
ট্রাভেল এজেন্সিগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে আয়াটার স্বীকৃতিপত্র পাওয়া সব ট্রাভেল এজেন্সি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ফেনী, নোয়াখালী ও রাজশাহী শহরের। বর্তমানে বাকি শহরগুলোতে লাইসেন্সপ্রাপ্ত এক ট্রাভেল এজেন্সি অন্য ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট ক্রয়-বিক্রয় করে ব্যবসা পরিচালনা করছে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী যদি আয়াটার স্বীকৃতি নেওয়া বাধ্যতামূলক করা হয় সেক্ষেত্রে দেশের আনাচে-কানাচে থাকা চার হাজার ৪৭৬টি ট্রাভেল এজেন্সির কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ফলে এসব শহরের বাইরের যাত্রীদের টিকিট কাটতে কষ্ট করে তাদের পার্শ্ববর্তী জেলা শহরের আয়াটা ট্রাভেল এজেন্টের কাছে যেতে হবে। এতে টিকিটের মূল্যও বেড়ে যাবে।

কার স্বার্থে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার— এ নিয়ে সংশ্লিষ্টরা সংশয় প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, আয়াটা একটি বৈশ্বিক সংস্থা যা ট্রাভেল এজেন্সিগুলোর টিকেট বুকিং, কমিশন ব্যবস্থাপনা ও রিফান্ড প্রক্রিয়া সহজ করে। আয়াটা অনুমোদিত এজেন্সিগুলো সরাসরি এয়ারলাইনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তাদের টিকেট বিক্রি করতে পারে এবং বিলিং অ্যান্ড সেটেলমেন্ট প্ল্যানের (বিএসপি) মাধ্যমে আর্থিক লেনদেন সহজভাবে সম্পন্ন করতে পারে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
সুদানে সেনাবাহিনীর বিমান হামলায় শতাধিক নিহত
সুদানে সেনাবাহিনীর বিমান হামলায় শতাধিক নিহত
উত্তর আফ্রিকার দেশ সুদানে সামরিক বাহিনী হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলের একটি ...
আলোচিত ওসি অপূর্বের সম্পদের পাহাড়ের খোঁজে দুদক
আলোচিত ওসি অপূর্বের সম্পদের পাহাড়ের খোঁজে দুদক
রাজধানীর পল্লবী থানার আলোচিত ওসি অপূর্ব হাসান। যদিও নামের সঙ্গে পেশাগত জীবনের কোনো মিল নেই। বরং পদে পদে ক্ষমতা ও ...
তাসনিম জারার প্রশ্নের জবাব দিলেন সারজিস
তাসনিম জারার প্রশ্নের জবাব দিলেন সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিশাল গাড়িবহর নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। সোমবার (২৪ মার্চ) ঢাকা ...
স্বর্ণের দামে রেকর্ড
স্বর্ণের দামে রেকর্ড
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এ দফায় ভরিপ্রতি দাম বেড়েছে এক হাজার ১৫৪ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি ...
৫ দশক আগে আপন ভাতিজা যেভাবে হত্যা করেন বাদশাহ ফয়সালকে
৫ দশক আগে আপন ভাতিজা যেভাবে হত্যা করেন বাদশাহ ফয়সালকে
আমি সেদিনের কথা কখনও ভুলতে পারব না। এখনও বাবার মুখে দেখা কষ্টের ওই মুহূর্তটা আমি অনুভব করতে পারি, এভাবেই জানিয়েছেন ...
ড্র করেও এশিয়া কাপে চোখ ক্যাবরেরা-তাবিথের
ড্র করেও এশিয়া কাপে চোখ ক্যাবরেরা-তাবিথের
শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষ বেশ ছোট। বাংলাদেশ থেকে হামজার অভিষেক ম্যাচ কাভার করতে জন ত্রিশেক সাংবাদিক এসেছেন। ...
দলীয় নেতাদের ফেসবুক পোস্ট ঘিরে এনসিপিতে ‘অস্বস্তি’
দলীয় নেতাদের ফেসবুক পোস্ট ঘিরে এনসিপিতে ‘অস্বস্তি’
দেশের রাজনীতিতে এখন আলোচনায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই আন্দোলনের সামনের সারিতে থাকা ছাত্রনেতাদের হাত ধরে সম্প্রতি ...
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৭ শতাধিক পুলিশ মোতায়েন
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৭ শতাধিক পুলিশ মোতায়েন
ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। উত্তরের পথে ঈদে ঘরমুখো মানুষের পারাপার নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ...
বিভাজনের ইতি টেনে ঐক্য গড়লে পূর্ণতা পাবে স্বাধীনতা
বিভাজনের ইতি টেনে ঐক্য গড়লে পূর্ণতা পাবে স্বাধীনতা
আজ ২৬ মার্চ, ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর ...
১০
পাতরাপাড়া মানব কল্যান ভোগ্যপণ্য সমবায় সমিতির পক্ষ থেকে গরিব মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পাতরাপাড়া মানব কল্যান ভোগ্যপণ্য সমবায় সমিতির পক্ষ থেকে গরিব মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউপির পাতরাপাড়া মানব কল্যান ভোগ্যপণ্য সমবায় সমিতির (রেজি নং-০৪৩) পক্ষ থেকে গরিব মানুষদের মাঝে ঈদ সামগ্রী ...
 
রাতে রিলস-শর্টস ভিডিও দেখলে শরীরের কতটা ক্ষতি হয় জানেন? যা বলছে বিশেষজ্ঞ ও গবেষণা
রাতে রিলস-শর্টস ভিডিও দেখলে শরীরের কতটা ক্ষতি হয় জানেন? যা বলছে বিশেষজ্ঞ ও গবেষণা
আধুনিকতার ছোঁয়ায় প্রায় সবাই এখন সোশ্যাল মিডিয়ায় যুক্ত। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কম-বেশি সকলেই পরিচিত। প্ল্যাটফর্মগুলোয় অধিকাংশ ...
স্বেচ্ছাসেবক দলের ভিক্টোরিয়া শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত
স্বেচ্ছাসেবক দলের ভিক্টোরিয়া শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া, মেলবোর্ন শাখার উদ্যোগে ২৩/০৩/২০২৫ইং রবিবার বিকেল ৫.৩০ ঘটিকায় মেলবোর্ন বাংলাদেশী অধ্যুশিত এলাকা ফুটস ক্রে, মধুমতি ...
বোয়ালখালীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার -১
বোয়ালখালীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার -১
চট্টগ্রামের বোয়ালখালীতে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দিদারুল আলম (৫০) নামের এক ব্যক্তিক গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ ...
সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের মুকুল
সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের মুকুল
ঋতুরাজ বসন্তের আগমনে শীত বিদায়ের লগ্নে প্রকৃতি বদলের সঙ্গে সঙ্গে সবুজ পাতার ফাঁকে এখন আমের সোনালি মুকুলের ছড়াছড়ি। সারি সারি ...
মাইক্রোল্যাব অফিসিয়ালি এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি তে
মাইক্রোল্যাব অফিসিয়ালি এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি তে
বিশ্ববিখ্যাত অডিও ও মাল্টিমিডিয়া ব্র্যান্ড মাইক্রোল্যাব এখন থেকে বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা হবে। নতুন এই অংশীদারিত্বের ...
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
তুরস্কের রাজধানী আঙ্কারাসহ দেশজুড়ে বিক্ষোভের অভিযোগে অন্তত ৩৪৩ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শুক্রবার বিক্ষোভ চলাকালীন তাদের গ্রেপ্তার করা ...
প্রতিদিন গোসল করলে ইতিকাফ ভঙ্গ হয়ে যায় কি?
প্রতিদিন গোসল করলে ইতিকাফ ভঙ্গ হয়ে যায় কি?
দেখতে দেখতে বিদায়ের পথে গুনাহ মাফ ও তাকওয়া অর্জনের মাস পবিত্র রমজান। রহমতের পর ইতোমধ্যে মাগফিরাত শেষে এসেছে নাজাতের দশক। ...
শুধু গাজা নয়, পশ্চিম তীরও গিলে খাচ্ছে ইসরাইল
শুধু গাজা নয়, পশ্চিম তীরও গিলে খাচ্ছে ইসরাইল
যুদ্ধবিধ্বস্ত গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরাইল। মঙ্গলবার নতুন করে শুরু হওয়া হামলার পঞ্চম দিনেও ভয়াবহ স্থল হামলা চালিয়েছে দেশটির ‘দানব ...
শাবনূরের ফেরা নিয়ে সংকট কাটেনি
শাবনূরের ফেরা নিয়ে সংকট কাটেনি
ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় ও দাপুটে নায়িকা শাবনূর। ক্যারিয়ারে রেকর্ড পরিমান ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিন্তু এখন অভিনয়ে ...
১০
১০ লাখ টাকার মাছ লুট: শালিসি বৈঠক শেষে ১০ জনকে পিটিয়ে জখম!
১০ লাখ টাকার মাছ লুট: শালিসি বৈঠক শেষে ১০ জনকে পিটিয়ে জখম!
লক্ষ্মীপুরে রাতের আঁধারে একটি জলাশয় থেকে ১০ টাকার মাছ লুট করেছে দুর্বৃত্তরা। এনিয়ে একটি শালিসি বৈঠক হয়। বৈঠক শেষে বাড়ী ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com