আজ বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
 / সারাদেশ / সাতক্ষীরা আশাশুনির কাদাকাটির জলমহাল ইজারা পান না জেলেরা
সাতক্ষীরা আশাশুনির কাদাকাটির জলমহাল ইজারা পান না জেলেরা
সাতক্ষীরা প্রতিনিধি:
Published : Wednesday, 26 March, 2025 at 1:12 AM, Update: 26.03.2025 1:14:53 AM
সাতক্ষীরা  আশাশুনির কাদাকাটির  জলমহাল ইজারা পান না জেলেরাসাতক্ষীরার আশাশুনির কাদাকাটি সরকারি জলমহালগুলো ইজারা দেওয়ার ক্ষেত্রে ‘জাল যার জলা তার’ নীতির প্রতিফলন হয় না বলে অভিযোগ উঠেছে।  জেলেদের অভিযোগ,  ইউনিয়নের ৮টি জলমহালের নিয়ন্ত্রণ করছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।  বছরের পর বছর এসব জলমহাল প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকে। এছাড়া সরকারি নিয়ম কাননের তোয়াক্কা না করে নেট-পাটা দেওয়ার কারণে জলাবন্ধতায় ডুবে থাকছে পুরো ইউনিয়নের মানুষ।
এদিকে ওই জলমহালগুলোতে মাছ শিকার বন্ধ হওয়ায় স্থানীয় জেলে পল্লীর প্রকৃত মৎস্যজীবী পরিবারগুলোর জীবিকা নির্বাহের পথ রুদ্ধ হয়েছে। আর্থিক অস্বচ্ছলতার কারণে অনেক পরিবারে নেমে এসেছে চরম দুর্ভোগ। বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছে বাপ দাদার পেশা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় ১  হাজার একর জমিতে সরকারি ৮৯টি জলমহাল রয়েছে। এর মধ্যে ১৫০ একরের কাদাকাটি বিল ফিসারিজ নামক জলমহাল রয়েছে। জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জিল্লু এবং কাদাকাটি পূর্বপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হাফিজুর উক্ত সমিতির নামে ২০২২ সালে ৬  বছরের জন্য ১৩লাখ ৬২ হাজার টাকায় ইজারা নিয়ে সাব লিজ দিয়ে স্বনামে বেনামে  অবৈভাবে দখল করে রেখেছে।  এছাড়া ইউনিয়নের বাকী ৭টি  জলমহালও  জিল্লু এবং হাফিজুলের দখলে।

সরেজমিনে কাদাকাটি এলাকা ঘুরে দেখা গেছে, ইউনিয়নের দুই পাশে ধাপুয়া ও হামকুড়া এবং মাঝখান দিয়ে বয়ে চলা কাদাকাটি বিল ফিসারিজ দিয়ে পানি নিস্কাশন হয়। মোকামখালি এবং গাবতলা স্লুইসগেট ইউনিয়নের একমাত্র পানি নিষ্কাশনের পথ। ক্ষতিকর কারেন্ট জাল ও অবৈধ নেট পাটা ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও আইনের তোয়াক্কা না করে মাছের বংশ সমূলে ধ্বংস ও পানি চলাচলের রাস্তা রুদ্ধ করছে। এতে বছরের অধিকাংশ সময়ে পানিতে ডুবে থাকছে ইউনিয়নের মানুষ।
এছাড়া ইজারা শর্তে জলমহল অন্য কারো কাছে সাব লিজ প্রদান করা বিষয়ে নিষেধ থাকলেও সেটা মানা হচ্ছেনা।

স্থানীয় জেলে সুকুমার তরফদার বলেন, গাবতলা নদী আগে অনেক বড় ছিলো এবং জেলেরা ডাক নিয়ে মাছ চাষ করত। অনেক জেলে পরিবার এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। পানি নিষ্কাশনের কোন বাধা হতো না। বর্তমান সমিতির কোন সদস্য মাছ চাষের সাথে নেই। নীতিমালা অনুযায়ী মাছ চাষ হচ্ছে না। নীতিমালা অনুযায়ী কোন সাইনবোর্ডও নেই। অনেক ব্যক্তিই জানেনা তারা এই সমিতির সদস্য। তাদের কাছ থেকে আইডি কার্ড নিয়ে এই সমিতি তৈরী করা হয়েছে।
সরকার জলমহল হিসেবে ইজারা দেওয়ায় অধিকাংশ জেলে বাধ্য হয়ে তারা তাদের পেশা ছেড়ে দিয়েছে। মৎস্যজীবী সমিতির অধিকাংশ সদস্যই মৎস্যজীবী বা জেলে নয়। প্রকৃত জেলেরা জলমহল ইজারা পায়না । রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি মহল এটা ইজারা নিয়ে থাকে। নেট-পাটা দিয়ে মাছ চাষ করা হলে প্রতিবছরই জলাবদ্ধতার কারণে ইউনিয়নের মানুষের দুর্ভোগ পোহাতে হয়। এ বছর তিন মাসের বেশি সময় ধরে ইউনিয়নের অধিকাংশ মানুষের ঘরবাড়ি পানিতে ডুবে ছিল। তাদের দাবি প্রকৃত জেলেদের কাছে জলমহল ইজারা দেওয়ার দাবি করছি।

কাদাকাটি এলাকার প্রসাদ মন্ডল নামে কৃষক বলেন, খালের পানি মোকামখালি গেট দিয়ে কাদাকাটি বিলে দেওয়া হচ্ছে। এতে আমাদের ধান ডুবে গেছে । ইউএনও স্যার এখনও ব্যবস্থা না নিলে আমাদের ধান নষ্ট হয়ে যাবে।

নাম প্রকাশ না করার শর্তে দুই  জেলে বলেন, সাতক্ষীরার জিল্লু সাহেব ও কাদাকাটির হাফিজুল ইসলাম নামমাত্র মূল্যে টাকায় জলমহল ডেকে নেয়। পরে তারা অনেক মানুষের কাছে সাব লিজ দেয়। তারা আর কাউকে ডাকতে দেয় না । জিল্লু সাহেব মৎস্যজীবী লীগের নেতা। তার ব্যাপক ক্ষমতা। হাফিজুল এবং জিল্লুর পাশ কাটিয়ে জলমহল ইজারা নেওয়ার ক্ষমতা নেই কোন জেলের। সাব লিজের মাধ্যমে নেট-পাটা দিয়ে জলাবদ্ধ সৃষ্টি করে।
আগে দেখতাম শুধুমাত্র জেলে সম্প্রদায় মৎস্যজীবী। যাদের একমাত্র জীবিকা ছিল মাছ ধরা ও মাছ বিক্রি করা । কিন্তু এখন মুসলমানরা জেলে হয়েছে ‌। তারা মাছও ধরে না। মাছ চাষও করেনা।  

 নদী খাল দখল ও ইজারা দেওয়ার কারণে প্রকৃত জেলেদের মাছ ধরায় জায়গা নেই। সেজন্য তারা বাধ্য হয়ে অন্যান্ন পেশায় চলে গেছে। অল্প কিছু জেলে পরিবার খুব কষ্টে তাদের বাপ দাদার পেশা টিকিয়ে রাখলেও সরকারি জেলে কার্ডও তাদের কপালে জোটে না।
নাম প্রকাশ না করার শর্তে একজন জনপ্রতিনিধি বলেন, প্রকৃত জেলেরা জলমহলটি বরাদ্ধ পাচ্ছে না। একটি সিন্ডিকেট জেলার যতগুলো জলমহল আছে সেগুলো সচিবলায়ে লবিং করে বরাদ্ধ নিয়ে নিচ্ছে। এই সিন্ডিকেটের মূল হুতা জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। জেলার অধিকাংশ জলমহল তার দখলে। ৫ আগস্ট সরকার পতনের পরও এখন বহাল তবিয়তে আছে এই জিল্লুর রহমান। এখনও প্রতিনিয়িত তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে দেখা যায়। ছাত্র-জনতার এত ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন হওয়ার পরও স্বেরাচারী সরকারের দোষরা এসব জায়গা দখল করে আছে বিষয়টি অত্যান্ত দু:খজনক।

তিনি আরও বলেন, কাদাকাটিতে মৎস্যজীবী সমিতির কোন কার্যক্রম নেই। হাফিজুল এই সমিতি দখল করে রেখেছেন। প্রকৃত জেলেদের বাদ দিয়ে কম টাকা নিজের  নামে জলমহাল ইজারা নিয়ে পরে বেশি টাকায় সাব লিজ দিয়ে থাকে। জাল যার জলা তার এই বিষয়টি বাস্তবে দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, নদী এবং খালে নেট-পাটা দেওয়ায় ইতিহাসের সবচেয়ে বেশি জলাবদ্ধতার শিকার হয়েছে। এতে ইউনিয়ন ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে । সরকারি কোষাগারে যাচ্ছে মাত্র ১৩ লাখ টাকা পরে তারা  বিঘা প্রতি ১০ হাজার টাকা সাব লিজ দিয়ে সাড়ে ৪৫ লাখ টাকা  হাতিয়ে নেয়। ঝিকরা সমিতির সাধারণ সম্পাদক মতিলাল একজন প্রকৃত জেলে । তিনি ডাকে অংশ নিলেও তাকে কৌশলে বাদ দেয় হাফিজুল এবং জিল্লু গং ।
কাদাকাটি পূর্বপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হাফিজুল বলেন, আমি ৪৫০ বিঘা জলমহাল ইজারা নিয়েছি।  এর মধ্যে ৮০ বিঘা জমিতে আমি মাছ চাষ করি।   বাকি জলমহাল আমার চাচাতো ভাই এবং কার্ডধারি ৩০/৩৫ জন জেলে মাছ চাষ করে। গত ৫ আগস্টের পর থেকে আমাদের  কাদাকাটি পূর্বপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সাইন বোর্ড খুঁজে পাচ্ছিনা।   কে বা কারা সমিতির সাইনবোর্ডটি ভেঙে ফেলেছে।  
সরকারি জলমহালের বিষয়ে কোন প্রশ্ন থাকলে আপনি সাতক্ষীরার জিল্লু ভাইয়ের সাথে কথা বলেন।  

সাতক্ষীরা জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন,  আমি মৎস্যজীবী লীগ ছাড়া সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্বে আছি।  প্রান্তিক মৎস্যজীবীদের সার্বিক সহযোগিতা ও পুনর্বাসন করা আমাদের কাজ।  আমরা কোন দলবল বুঝিনা যখন যারা ক্ষমতায় থাকে, তখন তাদের সাথে যোগাযোগ করে কাজ করতে হয়। তবে যে মৎস্যজীবী যে এলাকার লোক, সে তার এলাকার জলমহল ইজারার প্রাপ্য।  

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন,  প্রকৃত জেলেরা জলমহাল ইজারা পায়না এই বিষয়টি আমার জানা নেই। আপনি জানিয়েছেন খোঁজ খবর নিয়ে বিষয়টি দেখবো।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় দুই কোটি ৫৭ লাখ টাকার টোল আদায়
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় দুই কোটি ৫৭ লাখ টাকার টোল আদায়
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো হচ্ছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বাড়ছে টোল আদায়ে টাকার পরিমাণ।গত ২৪ ...
টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
টাঙ্গাইলের বহুল প্রচারিত পাঠক প্রিয় সাপ্তাহিক সমাজ চিত্র পত্রিকার ৩য় বর্ষে পর্দাপণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।২৬ মার্চ বুধবার সকালে ...
একাত্তর আর চব্বিশের পার্থক্য আকাশ-পাতাল : মোমিন মেহেদী
একাত্তর আর চব্বিশের পার্থক্য আকাশ-পাতাল : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যারা চব্বিশের আন্দোলনকে অতি গুরুত্ব দিচ্ছে, তারা জানে না- একাত্তর আর চব্বিশের পার্থক্য ...
সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান পাচারের সময় তিন চোরাকারবারি আটক
সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান পাচারের সময় তিন চোরাকারবারি আটক
সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান পাচারের সময় তিন চোরাকারবারিকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার ...
পত্নীতলায় মহান স্বাধীনতা দিবস পালিত
পত্নীতলায় মহান স্বাধীনতা দিবস পালিত
নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস পালিত হয়েছে। বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা ...
ঈদ-গরম সামনে রেখে বিক্রি বেড়েছে এসির
ঈদ-গরম সামনে রেখে বিক্রি বেড়েছে এসির
চৈত্র মাসের মাঝামাঝি উদযাপিত হবে ঈদুল ফিতর। শীতের মাসগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা ইঙ্গিত দিচ্ছিল গরমটা এবারও বেশি হবে। দিন-রাতের ...
পঞ্চমবারের মতো ইসরায়েলি বিমানবন্দরে মিসাইল হামলা
পঞ্চমবারের মতো ইসরায়েলি বিমানবন্দরে মিসাইল হামলা
ইয়েমেনের হুথিরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে নতুন করে ক্ষেপণাস্ত্র (মিসাইল) হামলার দাবি করেছে। গত কয়েক দিনের মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দরে ...
বিএনপির জন্য এবার স্বাধীনতা দিবস উদযাপনের পরিবেশ কেমন?
বিএনপির জন্য এবার স্বাধীনতা দিবস উদযাপনের পরিবেশ কেমন?
দেড় দশক ধরে জাতীয় কর্মসূচি তো দূরের কথা দলীয় কর্মসূচিও স্বাভাবিকভাবে পালন করতে পারেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আওয়ামী লীগের নেতাকর্মী ...
নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন, আজ ঢাকা ছাড়বে ৬৯টি
নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন, আজ ঢাকা ছাড়বে ৬৯টি
ঈদযাত্রার তৃতীয় দিনে আজ ঢাকা থেকে ৬৯টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. ...
১০
চারদিনের সফরে চীনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার যাত্রা
চারদিনের সফরে চীনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার যাত্রা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। ২৬ মার্চ (বুধবার) দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
 
স্বেচ্ছাসেবক দলের ভিক্টোরিয়া শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত
স্বেচ্ছাসেবক দলের ভিক্টোরিয়া শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া, মেলবোর্ন শাখার উদ্যোগে ২৩/০৩/২০২৫ইং রবিবার বিকেল ৫.৩০ ঘটিকায় মেলবোর্ন বাংলাদেশী অধ্যুশিত এলাকা ফুটস ক্রে, মধুমতি ...
বোয়ালখালীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার -১
বোয়ালখালীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার -১
চট্টগ্রামের বোয়ালখালীতে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দিদারুল আলম (৫০) নামের এক ব্যক্তিক গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ ...
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
তুরস্কের রাজধানী আঙ্কারাসহ দেশজুড়ে বিক্ষোভের অভিযোগে অন্তত ৩৪৩ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শুক্রবার বিক্ষোভ চলাকালীন তাদের গ্রেপ্তার করা ...
সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের মুকুল
সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের মুকুল
ঋতুরাজ বসন্তের আগমনে শীত বিদায়ের লগ্নে প্রকৃতি বদলের সঙ্গে সঙ্গে সবুজ পাতার ফাঁকে এখন আমের সোনালি মুকুলের ছড়াছড়ি। সারি সারি ...
শুধু গাজা নয়, পশ্চিম তীরও গিলে খাচ্ছে ইসরাইল
শুধু গাজা নয়, পশ্চিম তীরও গিলে খাচ্ছে ইসরাইল
যুদ্ধবিধ্বস্ত গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরাইল। মঙ্গলবার নতুন করে শুরু হওয়া হামলার পঞ্চম দিনেও ভয়াবহ স্থল হামলা চালিয়েছে দেশটির ‘দানব ...
১০ লাখ টাকার মাছ লুট: শালিসি বৈঠক শেষে ১০ জনকে পিটিয়ে জখম!
১০ লাখ টাকার মাছ লুট: শালিসি বৈঠক শেষে ১০ জনকে পিটিয়ে জখম!
লক্ষ্মীপুরে রাতের আঁধারে একটি জলাশয় থেকে ১০ টাকার মাছ লুট করেছে দুর্বৃত্তরা। এনিয়ে একটি শালিসি বৈঠক হয়। বৈঠক শেষে বাড়ী ...
শাবনূরের ফেরা নিয়ে সংকট কাটেনি
শাবনূরের ফেরা নিয়ে সংকট কাটেনি
ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় ও দাপুটে নায়িকা শাবনূর। ক্যারিয়ারে রেকর্ড পরিমান ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিন্তু এখন অভিনয়ে ...
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য এনার্জিপ্যাক ও আর্থিক অংশীদার পর্যালোচনা বৈঠক
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য এনার্জিপ্যাক ও আর্থিক অংশীদার পর্যালোচনা বৈঠক
এনার্জিপ্যাক ও আর্থিক অংশীদার পর্যালোচনা বৈঠকে জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করা এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা ...
বিশ্ব নেতৃত্বের পালাবদল ও গণতন্ত্রের অবনমন
বিশ্ব নেতৃত্বের পালাবদল ও গণতন্ত্রের অবনমন
বিশ্বব্যাপী গণতান্ত্রিক মূল্যবোধের প্রচারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি তা কখনোই ওয়াশিংটনকে সামরিক স্বৈরশাসক এবং স্বৈরাচারি শাসকদের সমর্থন করতে বাঁধা ...
১০
ফের নিষিদ্ধ জুয়ার বিতর্কে জড়ালেন সাকিব, চলছে বিতর্ক
ফের নিষিদ্ধ জুয়ার বিতর্কে জড়ালেন সাকিব, চলছে বিতর্ক
সাকিব আল হাসান এবং বিতর্ক যেন একে অপরের সঙ্গী। একই সমান্তরালে এই দুই শব্দ চলছে বেশ অনেকটা দিন ধরেই। কদিন ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com