আজ শনিবার, ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
 / মতামত / প্রধান উপদেষ্টার চীন সফর ও বাংলাদেশের প্রত্যাশা
প্রধান উপদেষ্টার চীন সফর ও বাংলাদেশের প্রত্যাশা
রায়হান আহমেদ তপাদার:
Published : Wednesday, 26 March, 2025 at 3:38 AM
প্রধান উপদেষ্টার চীন সফর ও বাংলাদেশের প্রত্যাশা বাংলাদেশে গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম দ্বিপাক্ষিক সফরের গন্তব্য বরাবরই ছিল নয়া দিল্লি।কিন্তু অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের প্রথম দ্বিপাক্ষিক সফর হয় চীনে, গত জানুয়ারিতে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে সবশেষ যেই দেশ সফর করেছিলেন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই দেশেই সরকারপ্রধান হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলতি মাসের শেষ সপ্তাহে চীন সফর করবেন। বাংলাদেশ-চীন সম্পর্কের প্রেক্ষাপট এবং বৃহত্তর ভূরাজনৈতিক ও সামরিক গতি-প্রকৃতি বিবেচনায় এ সফরে যেসব কৌশলগত বিষয় নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে প্রধান উপদেষ্টার আলোচনায় যে বিষয়গুলো প্রাধান্য পেতে পারে, তা হচ্ছে: চীনে বাংলাদেশের রফতানি সে দেশ থেকে আমদানির তুলনায় অনেকটাই কম। পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালে বাংলাদেশ চীন থেকে ২২ দশমিক ৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, যা দেশটিকে বৃহত্তম বাণিজ্য অংশীদারে পরিণত করেছে। পাটের সুতা ও প্রক্রিয়াজাত চুলের মতো মূল আইটেমগুলোর সাথে চীনে রফতানির পরিমাণ ছিল ১ দশমিক ০২ বিলিয়ন ডলার। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ১২ দশমিক ৯০ বিলিয়ন ডলার। ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি অংশীদার, যা মোট রফতানির ১২ শতাংশ। বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশী পণ্য, বিশেষ করে টেক্সটাইল, গার্মেন্টস ও কৃষিপণ্যের জন্য চীনের বাজারে বৃহত্তর প্রবেশাধিকারের পক্ষে পরামর্শ দিতে পারেন।শুল্ক হ্রাস পণ্যের শুল্কমুক্ত প্রবেশের মতো উদ্যোগের মাধ্যমে বাণিজ্য ঘাটতি হ্রাসে চীনের সমর্থন কামনা করা যেতে পারে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশের অবকাঠামো প্রকল্পগুলোতে অর্থায়নের প্রধান উৎস চীন।

ড.ইউনূস চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করবেন এবং সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার চেষ্টা চালাবেন। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও নবায়ন যোগ্য জ্বালানি,প্রযুক্তি ও ম্যানুফ্যাকচারিংয়ের মতো অন্যান্য খাতে চীনা বিনিয়োগ উৎসাহিত করা হতে পারে। নবায়নযোগ্য শক্তি, প্রযুক্তি এবং উৎপাদন ক্ষেত্রে সুযোগ-সুবিধার বিষয়গুলো তুলে ধরা যেতে পারে। সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃত্তি ও অ্যাকাডেমিক সহযোগিতার মাধ্যমে মানুষে মানুষে সম্পর্ক জোরদারকরণ সদিচ্ছা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়িয়ে তুলতে পারে। বৃত্তি ও অ্যাকাডেমিক অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষাগত সহযোগিতা জোরদার করা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও ডিজিটাল অবকাঠামোর মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে প্রযুক্তিগত সহায়তা নেয়ার বিষয়টি এ সফরে গুরুত্ব পেতে পারে। দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দিতে পারে। আন্তঃদেশীয় রেলপথ, মহাসড়ক ও বন্দরের মতো আঞ্চলিক সংযোগ উন্নয়ন প্রকল্পগুলোর পক্ষে অ্যাডভোকেসি করা যেতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযোগকারী একটি প্রধান আঞ্চলিক কেন্দ্র হিসেবে বাংলাদেশকে বিবেচনা করা যেতে পারে। চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) ও গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভে (জিএসআই) বাংলাদেশের অংশগ্রহণ অন্বেষণ করা যেতে পারে, যা নিশ্চিত করে যে, এগুলো বাংলাদেশের জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেহেতু উভয় দেশ জলবায়ু চ্যালেঞ্জের মুখোমুখি, টেকসই উন্নয়ন ও সবুজ প্রযুক্তি বিষয়ে সহযোগিতা গুরুত্বপূর্ণ এজেন্ডা হতে পারে। এ সফরটি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীর সাথে মিলে যায়, যা অতীতের অর্জনগুলো প্রতিফলিত করার এবং ভবিষ্যতের সহযোগিতার জন্য একটি দৃষ্টিভঙ্গি নির্ধারণের জন্য একটি আদর্শ মুহূর্ত। 

টেকসই উন্নয়নের জন্য জ্ঞান বিনিময় ও প্রযুক্তি হস্তান্তরসহ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতামূলক প্রচেষ্টার প্রস্তাব করা যেতে পারে। সবুজ শক্তি ও দুর্যোগ স্থিতিস্থাপকতা সম্পর্কে যৌথ গবেষণার উদ্যোগ অন্বেষণ করা যেতে পারে। উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহসহ সামরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো অন্বেষণ করা জরুরি। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রতিবেশী দেশগুলোর সাথে উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ এড়িয়ে যেতে হবে। ১৯৭৫ সাল থেকে বাংলাদেশ চীনের প্রধান অস্ত্র ক্রেতা। ২০১৯-২৩ সালের মধ্যে চীনের মোট অস্ত্র বিক্রির ১১ শতাংশই ছিল বাংলাদেশে। ২০১৯-২৩ সালের মধ্যে বাংলাদেশের মোট অস্ত্র আমদানির ৭২ শতাংশ চীন থেকে এসেছে। বর্তমান প্রয়োজনের প্রেক্ষাপটে আধুনিক সামরিক সরঞ্জাম যুক্ত করতে হবে। বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও সামরিক সামর্থ্য উন্নত করতে চীন থেকে ড্রোন প্রযুক্তি অর্জনের প্রচেষ্টা চালাতে হবে। তাছাড়াও রোহিঙ্গা শরণার্থী সঙ্কট সমাধানে চীনের সম্ভাব্য ভূমিকা এবং শান্তিপূর্ণ সমাধানে মিয়ানমার ও আরকান আর্মির ওপর চীনের প্রভাব কাজে লাগানোর সম্ভাব্যতা নিয়ে আলোচনা হতে পারে। এ বিষয়গুলো কেবল তাৎক্ষণিক প্রয়োজনের সমাধান করে না;বরং দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতার ভিত্তিও স্থাপন করে।ভারত বা যুক্তরাষ্ট্রের মতো অন্যান্য কৌশলগত অংশীদারদের বিচ্ছিন্ন করতে পারে এমন জোট এড়িয়ে ভারসাম্যপূর্ণ বৈদেশিক সম্পর্কের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির বিষয়টি মনে রাখা জরুরি। ড. ইউনূস শুরু থেকে বাংলাদেশে ম্যানুফেকচারিং হাব তৈরির ব্যাপারে বিভিন্ন পক্ষকে আমন্ত্রণ জানিয়ে আসছেন। এ দেশে সোলার এনার্জি তৈরির জন্য চীনকে অনুরোধ জানিয়েছেন। সেই সাথে দেশে উন্নত প্রযুক্তির যানবাহন, সামরিক অস্ত্র তৈরির ব্যাপারে তুরস্ক, পাকিস্তান ও চীন থেকেও সাড়া পাওয়া গেছে। এ সফরে চীনের সাথে সেটি আরো পোক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান চীনের ‘লংগি’ বাংলাদেশে অফিস স্থাপন এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনে লংগি ছাড়াও বেশ কয়েকটি সৌরবিদ্যুৎ জায়ান্ট আছে। বিশ্বব্যাপী সৌরশক্তি বাজারে চীনের আধিপত্যের মূল শক্তি এসব প্রতিষ্ঠানকে বাংলাদেশে আনতে পারলে দেশে প্রতিযোগিতামূলক দামে সোলার প্যানেল পাওয়া যাবে। কোম্পানিগুলো বাংলাদেশ থেকে রফতানি করতে পারবে।বাংলাদেশের স্বাস্থ্য খাতের মানোন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার এ সফরে আলোচনা হবে। প্রধান উপদেষ্টা চান, চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশের সাথে যৌথভাবে হাসপাতাল তৈরি করে। ২০১৬ সালে তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুত্থান প্রজেক্টের ঋণের জন্য চীনের দ্বারস্থ হয় বাংলাদেশ। ভারতের কারণে তেমন অগ্রগতি হয়নি। এটি বাংলাদেশ-ভারত-চীনের ত্রিপক্ষীয় সম্পর্কের একটি অন্যতম বিষয়। এ সফরে ইতিবাচক কিছু হলে সেটি এ অঞ্চলে নিজেদের কৌশলগত স্বাধীনতা প্রমাণের ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি বড় অর্জন হবে।২০২৪ সালের ২৫ ডিসেম্বর চীন আনুষ্ঠানিকভাবে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ইয়ারলুং জাংবো নদীর ওপর বাঁধটি সমাপ্তির পরে বার্ষিক ৩০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হবে। এটি চীন-ভারত সীমান্তের কাছে তিব্বতের গ্রেট বেন্ডের কাছে নির্মিত হবে। নদীটি ব্রহ্মহ্মপুত্র নাম নিয়ে ভারতে থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। ভারত অরুনাচল প্রদেশের সিয়াং নদীতে সিয়াং উপরি মাল্টিপারপাস বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে।ফলে চীন-ভারত পানিযুদ্ধে জড়িয়ে পড়বে। চীন ও ভারতের বিরোধে যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টিও আলোচনায় আসতে পারে। ভারতের চাপ সত্ত্বেও বাংলাদেশ ভারতের ওপর তার অর্থনৈতিক নির্ভরতা কমাতে চীনের সাথে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

যেকোনো সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণে নজরদারি ও গোয়েন্দা তথ্যের ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশ সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার করেছে ভারত। আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে ভারত তার নিজস্ব সামরিক আধুনিকায়ন কর্মসূচি ত্বরান্বিত করছে নতুন প্রযুক্তির যুদ্ধবিমান সংগ্রহ করছে। ভারত দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাথে তার অংশীদারিত্ব জোরদার করতে পারে যাতে এ অঞ্চলে ক্রমবর্ধমান চীনা প্রভাবের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট তৈরি করা যায়। বাংলাদেশে ভারত কৌশলগত পাল্টা প্রভাব বিস্তারে জড়িত হতে পারে। যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বজুড়ে বৈদেশিক সহায়তা কমিয়ে দিয়েছে। এর ফলে ঢাকা বেইজিংয়ের দিকে ঝুঁকে পড়তে বাধ্য। এটি চীনের কাছে দক্ষিণ এশিয়ায় প্রভাব হারানোর যুক্তরাষ্ট্রের আখ্যানকে আরো জোরদার করতে পারে।ভারতের ক্ষেত্রে, প্রতিক্রিয়া আরো সূক্ষ্ম হতে পারে। বিশ্লেষকরা মনে করেন, ড. ইউনূসের চীন সফর নয়াদিল্লিতে সতর্কতা সৃষ্টি করতে পারে, বিশেষ করে চীনের ‘স্ট্রিং অব পার্লস’ কৌশলের পরিপ্রেক্ষিতে, যার লক্ষ্য ভারতকে ভূরাজনৈতিকভাবে ঘিরে ফেলা। তবে ড. ইউনূস ভারতের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়ে পরামর্শ দিয়েছেন, এ সফরটি তাদের সম্পর্ককে দুর্বল করার উদ্দেশ্যে নয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রথম দ্বিপাক্ষিক সফর হওয়াটাই একে বিশেষভাবে তাপর্যপূর্ণ করে তুলেছে। প্রধান উপদেষ্টার সফরটি ভূ-রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে। ড. মুহাম্মদ ইউনূস এমন সময়ে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন যখন দেশটির অর্থনীতি নানামুখী চাপে রয়েছে। ফলে, অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেয়া অন্যতম চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে তার সরকারের জন্য।বর্তমান অর্থনৈতিক অবস্থায় চীনের মত বড় ও স্থিতিশীল অর্থনৈতিক সহযোগীর আনুকূল্য প্রয়োজন, বলছেন বিশ্লেষকরা।

লেখক: গবেষক ও কলাম লেখক 



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে: প্রধান উপদেষ্টা
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে: প্রধান উপদেষ্টা
‘চীনকে ভালো বন্ধু হিসেবে দেখা খুবই গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের ...
ভূমিকম্প : মিয়ানমারে মৃতের সংখ্যা ছাড়াল হাজার
ভূমিকম্প : মিয়ানমারে মৃতের সংখ্যা ছাড়াল হাজার
স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ২ জনে। দেশটিতে ক্ষমতাসীন সামরিক সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ ...
শক্তিশালী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশও : ফায়ার সার্ভিস
শক্তিশালী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশও : ফায়ার সার্ভিস
মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ শক্তিশালী ভূমিকম্পের উচ্চ ...
ডিসির বাংলোর গর্তে মিললো সংসদ নির্বাচনের সিলমারা বিপুল ব্যালট
ডিসির বাংলোর গর্তে মিললো সংসদ নির্বাচনের সিলমারা বিপুল ব্যালট
নাটোরের জেলা প্রশাসকের পুরোনো বাংলোর ভেতরে মিলল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ ব্যালট পেপার। যার বেশিরভাগই সিলমারা ব্যালট পেপার।শনিবার ...
ফুলবাড়ীতে সবজির দরে খুশি ক্রেতা, লোকসানে কৃষক
ফুলবাড়ীতে সবজির দরে খুশি ক্রেতা, লোকসানে কৃষক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এবার অন্যান্য বছরের তুলনায় বেশ সস্তায় মিলছে সবজি। এতে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরলেও লোকসানে পড়েছেন স্থানীয় ...
ফুলবাড়ীতে হিমাগারে আলু রাখতে কৃষকদের তোড়জোড়: কৃষকের চেয়ে ব্যবসায়ীদের অগ্রাধিকার বেশি
ফুলবাড়ীতে হিমাগারে আলু রাখতে কৃষকদের তোড়জোড়: কৃষকের চেয়ে ব্যবসায়ীদের অগ্রাধিকার বেশি
কৃষক মোমিনুল ইসলাম বাড়ী দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপুর ডাঙ্গাপড়া এলাকায়। এবার তিন বিঘা জমিতে আলু আবাদ করেছেন। এলাকার অন্য কৃষকদের ...
ডিবি পুলিশের খাঁচায় ডাকাত সরদার হেলাল
ডিবি পুলিশের খাঁচায় ডাকাত সরদার হেলাল
ডাকাত সরদার হেলাল মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে সিলেট ডিবি পুলিশের একটি দল সিলেটের মোগলাবাজার ...
চাকরির প্রলোভনে ময়মনসিংহ থেকে সাতক্ষীরায় এনে তরুণীকে সংবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
চাকরির প্রলোভনে ময়মনসিংহ থেকে সাতক্ষীরায় এনে তরুণীকে সংবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
ভারতে অনেক টাকার বেতনের ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ময়মনসিংহ থেকে এক তরুণীকে সাতক্ষীরায় এনে সংবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক ...
কালিহাতীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল
কালিহাতীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় টাঙ্গাইলের কালিহাতীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ...
১০
বিপুল পরিমাণ জাল টাকাসহ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার
বিপুল পরিমাণ জাল টাকাসহ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার
রাজধানীর শাহজাহানপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকাসহ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মো. রুবেল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ...
 
কুলাউড়াপৌর শ্রমিক দলের ইফতার মাহফিল
কুলাউড়াপৌর শ্রমিক দলের ইফতার মাহফিল
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শ্রমিক দলের উদ্যোগে আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার স্থানীয় একটি পার্টি সেন্টারে  এ ইফতার মাহফিল ...
যুবদল নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
যুবদল নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার নির্দেশে ইফতার সামগ্রী বিতরণ।বুধবার ২৬ মার্চ বিকেলে ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন ...
ঘরে-বাইরে অস্বস্তি, সামলানোর চেষ্টায় এনসিপি
ঘরে-বাইরে অস্বস্তি, সামলানোর চেষ্টায় এনসিপি
কেন্দ্রীয় নেতাদের পরস্পরবিরোধী ফেসবুক পোস্ট ও বক্তব্যে অস্বস্তিতে রয়েছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দলীয় ফোরামে আলাপ-আলোচনা না করে ...
এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’
এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’
নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। সোমবার ...
ট্রেনে ঈদযাত্রায় ঘরমুখো মানুষ
ট্রেনে ঈদযাত্রায় ঘরমুখো মানুষ
ঈদের আর সপ্তাহখানেক বাকি। শেকড়ের টানে ছুটতে শুরু করেছে ঘরমুখো মানুষ। আনুষ্ঠানিকভাবে গতকাল থেকে শুরু হয়েছে ট্রেনের ঈদযাত্রা। তাই রেলস্টেশন ...
প্রস্তাবিত ট্রাভেল এজেন্সি পরিপত্র: বন্ধ হয়ে যাবে হাজার হাজার ট্রাভেল এজেন্সি
প্রস্তাবিত ট্রাভেল এজেন্সি পরিপত্র: বন্ধ হয়ে যাবে হাজার হাজার ট্রাভেল এজেন্সি
গ্রাহক হয়রানি প্রতিরোধের নামে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার জন্য একটি খসড়া পরিপত্র তৈরি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ...
রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা তৈয়্যবিয়া মাদ্রাসার "সাবেক ছাত্র পর্ষদের" ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা তৈয়্যবিয়া মাদ্রাসার "সাবেক ছাত্র পর্ষদের" ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া চন্দ্রঘোনা সাবেক ছাত্র পর্ষদের ইফতার মাহফিল ২৪ মার্চ সোমবার ২০২৫ ইং বিকাল ৩ টায় ...
ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ
ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ
ঈদের টানা নয় দিনের ছুটিতে ডিজিটাল ব্যাংকিং সেবা সার্বক্ষণিকভাবে খোলা থাকবে। এর মধ্যে এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং ...
শোরুম উদ্বোধনে গিয়ে হামলার মুখে অভিনেত্রী, বেঁধে রাখার অভিযোগ
শোরুম উদ্বোধনে গিয়ে হামলার মুখে অভিনেত্রী, বেঁধে রাখার অভিযোগ
ভারতের শোবিজ অঙ্গনে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। বিশেষ আমন্ত্রণে নিজ শহর ছেড়ে হায়দেরাবাদে গিয়েছিলেন এক বলিউড অভিনেত্রী। উদ্দেশ্য ছিল, ...
১০
প্রধান উপদেষ্টার চীন সফর ও বাংলাদেশের প্রত্যাশা
প্রধান উপদেষ্টার চীন সফর ও বাংলাদেশের প্রত্যাশা
বাংলাদেশে গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম দ্বিপাক্ষিক সফরের গন্তব্য বরাবরই ছিল নয়া দিল্লি।কিন্তু অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com