![]() সিলেট মহানগর ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণ
অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে: রেজাউল হাসান কয়েছ লোদি
নতুন বার্তা, সিলেট:
|
![]() সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, মহানগর যুবদল নেতা নাবিন রাজা চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর যুবদলের সহ সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহমদ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদি। বিশেষ অতিথি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, জেলা যুবদলের সাবেক আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, যুগ্ম সম্পাদক ওসমান গনি, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, আব্দুস সালাম টিপু, আমজাদ হোসেন, তাহসিন মেহেদী প্রিন্স, ফেরদৌস আহমদ শাকের, সেলিম আহমদ, জাবের আহমদ, ৯নং ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জামিল বক্স, আজহার আলী অনিক, রুম্মানু রশিদ খান মুন্না, মোঃ আব্দুল্লাহ, মসিয়র রহমান সাইয়েম, শামিম আহমদ, আব্দুল ওয়াদুদ, সোহেল আহমদ, ফারুক আহমদ সুমন, হাবিব আহমদ,কামরান উদ্দিন অপু, হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদি বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ড, ইউনিট নেতাকর্মীদের জনগণের জন্য কাজ করতে হবে। গত দেড় যুগ স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। তাই পবিত্র মাহে রমজানে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির নৈতিক দায়িত্ব। স্বৈরাচার সরকারের পতন হলেও তাদের দেড়যুগের দুঃশাসনে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ধ্বংসস্তূপ হওয়া প্রতিষ্ঠান এবং রাষ্ট্র পূর্ণগঠনে জনগণের সরকার দরকার। নির্বাচিত সরকার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবে। তিনি বলেন ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার পতন হলেও পরিপূর্ণভাবে দেশ স্বৈরাচারমুক্ত হতে পারেনি। আমরা গণতন্ত্র পূনঃপ্রতিষ্ঠার দারপ্রান্তে পৌঁছেছি কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি। তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আর সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকারের মাধ্যমেই দেশকে ঢেলে সাজানো সম্ভব হবে। |