![]() ড. ইউনূসকে নরেন্দ্র মোদীর চিঠি
নতুন বার্তা, ঢাকা:
|
![]() বৃহস্পতিবার (মার্চ ২৭) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে অধ্যাপক ইউনূসকে লেখা চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ শুভেচ্ছা জানান। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ প্রসঙ্গে চিঠিতে নরেন্দ্র মোদী লেখেন, এই দিনটি আমাদের দুই দেশের ইতিহাস এবং ত্যাগের প্রমাণ। এটি আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছে। ভারতের প্রধানমন্ত্রী লেখেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের জন্য আলোক নির্দেশক হয়ে আছে; যা বিভিন্ন ক্ষেত্রে বিকশিত হয়েছে এবং দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে এসেছে। দুই দেশের অংশীদারিত্বকে এগিয়ে নেওয়া প্রসঙ্গে নরেন্দ্র মোদী আরও লেখেন, শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং দুই দেশের স্বার্থ এবং উদ্বেগের বিষয়ে আমাদের অভিন্ন আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে আমরা এই অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। |