![]() আব্বাজান' নাটকে রাসেল মিয়া
আব্দুন নূর নাহিদ:
|
![]() নাটকে অভিনয় করেছেন রাসেল মিয়া, দিলরুবা হোসেন, দোয়েল, ডন ও সোমাকাশসহ আরে অনেকে। রাসেল মিয়া জানান, নাটকে আমার আব্বাজান থাকেন ডন। আমি তাঁর পালিত সন্তান। ছোট বেলায় আমার মা আমার চোখের সামনে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেন। পরে ডনের আশ্রয়ে আমি বাদশা হয়ে রাজত্ব করি তবে নারী নির্যাতনে কোন আপোষ করিনা। মাকসুদা মিলির লেখা গল্পে এর আগেও আমি কাজ করেছি, তিনি বাস্তব ধর্মী গল্প বেশি লিখেন। নির্মাতা বাবুল রেজার সাথে এটা আমার দ্বিতীয় কাজ তিনি খুবই পরিশ্রমী এবং মেধাবী নির্মাতা। দোয়েল ডন ভাই সহ সহশিল্পী দের সাথে বোঝা পোড়া ভালো ছিলো বলে সুন্দর একটা কাজ হয়েছে আশা করছি। এই ঈদের মনে রাখার মতো একটা কাজ হবে আব্বাজান, দর্শকদের কাছে নাটকটি ভালো লাগবে এটাই প্রত্যাশা করছি। ডন জানান, আমি সম্পদশালী ব্যক্তি, রাসেল মিয়াকে টোকাই থেকে তুলে নিয়ে পালন করে তাকে বাদশা বানাই। রাসেল মিয়া একটা মেয়ের প্রেমে পরলে, আমিও সেই মেয়ের প্রেমে পরি এবং তখনি বাবা ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। এক পর্যায়ে রাসেল আমাকে মেরে ফেলে। খুব সুন্দর একটি গল্পের নাটক, অনেকটা সিনেমার ফিল পাবেন। নির্মাতা বাবুল রেজা জানান, আমি ফিল্মের মানুষ ২৫ টি সিনেমা নির্মান করেছি। ভালো গল্পের নাটকও নির্মান করছি। নাটক তৈরি করা একার কাজ নয়, অভিনয় শিল্পীসহ পুরো ইউনিটের পরিশ্রমের ফসল। যার প্রত্যেকটা চরিত্র ও টিমের সদস্যরা আমার সন্তানের মতো। সবাই ভালো অভিনয় করেছে। নাটকটি সবার ভালো লাগবে। দর্শকদের প্রশংসাই আমাদের আনন্দ ও তৃপ্তি। |