![]() কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি:
|
![]() নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০), তার স্ত্রী বন্দনা দাস (৪০)। জানাগেছে,শনিবার রাতে স্বামী-স্ত্রী ও তাদের আট বছরের ছেলে দিবস দাসকে সাথে নিয়ে মহাসড়কের পৌলী নামকস্থানে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত নামা গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী বন্দনা মারা যায়। পরে স্থানীয়রা আহত রঞ্জিত ও তার ছেলে দিবস দাসকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পর সেখানে রঞ্জিত দাস মারা যায়। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো:শরীফ জানান,ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। |