![]() সাতক্ষীরায় ঈদের প্রধান জামাত, আনন্দ-উৎসবে মুখর ঈদগাহ
সাতক্ষীরা প্রতিনিধি:
|
![]() জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, কেন্দ্রীয় ঈদগাহের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম বাবলা, জেলা জামাতের নায়েবে আমির শেখ নুরুল হুদাসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসল্লিরা এতে অংশ নেন। ঈদগাহে মুসল্লিদের ঢল নামে, শিশুরাও বাবা-মায়ের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসে। নামাজের আগে ইমাম সংক্ষিপ্ত বয়ানে বলেন, “রোজাদারদের জন্য ঈদ আল্লাহর বিশেষ উপহার।” তিনি তাকওয়া ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “ঈদ শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির উৎসব। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে হবে।” পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, “সাতক্ষীরায় শান্তিপূর্ণ পরিবেশে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা ছিল সর্বোচ্চ সতর্ক।” প্রথম জামাতের পর সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদ জামাত সম্পন্ন হয়। |