![]() নিজেদের মধ্যে ঐক্য না থাকে মুসলমানদের পরিস্থিতি আরও অবনতি ঘটবে: খায়ের ভূঁইয়া
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
|
![]() সোমবার (৩১ মার্চ) সকালে ঈদুল ফিতরের নামাজ শেষে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সদর উপজেলার খিলবাইছা রহমানিয়া ফাজিল মাদ্রাসায় ঈদগাঁ মাঠে আয়োজিত ঈদের জামায়াতে অংশ নেন তিনি। খায়ের ভূঁইয়া বলেন, বাংলাদেশ যদিও মুসলমান রাষ্ট্র কিন্তু বিগত দিনে এখানে মুসলমান রাষ্ট্রের যে নীতিমালা তার মধ্যে গণতন্ত্রান্তিক ব্যবস্থার ধারেকাছেও ছিল না। মুসলমানিত্বের কোন ধারধারিত্ত্বও এখানে ছিল না৷ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং ছাত্র-জনগণের আন্দোলন মধ্যে দিয়ে আজকে বাংলাদেশে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আমি আশা করি এ সরকার সংস্কার কার্যক্রম দীর্ঘ মেয়াদি না করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ নিয়ে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ করবে। আন্দোলন-সংগ্রামে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। জনগণ অধীর আগ্রহে আছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়বাদী দল সহ আমাদের সমমনা ৬২ দল ঐক্যবদ্ধভাবে এ আন্দোলন-সংগ্রাম করেছি। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করি। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে সকল ষড়যন্ত্র চক্রান্তকে উপেক্ষা করে একটি নির্বাচনী রোডম্যাপের দিকে আগাবে। ইতিমধ্যে পতিত স্বৈরাচার বিভিন্ন সময় বিভিন্ন আইটেম নিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটে করতে চাচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যাতে ফিরিয়ে না আসে। আমি আশা করি বর্তমান সরকার ও সরকারকে যারা সাহায্য সহযোগিতা করেন তাদের বিচক্ষণতার মধ্য দিয়ে দ্রুত সময়ে সকল রাজনৈতিক দলের সমর্থনে একটি নির্বাচন ব্যবস্থা গ্রহণ করা। বাংলাদেশ এভাবে শান্তি শৃঙ্খলা উন্নতির সব কিছু সম্ভবপর হবে। আমরা আশা করি বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা বাস্তবায়ন হবে। |