![]() কালাইয়ে শাইলগুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি উৎসব
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
![]() মঙ্গলবার (১ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে শাইলগুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর পক্ষ থেকে তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল। প্রভাষক সারোয়ার হোসেন ও সোয়ায়েব হোসেনের যৌথ সঞ্চালনায় সহ-সভাপতির বক্তব্য দেন মাত্রাই বিজ্ঞান ও কারিগরি কলেজের প্রভাষক আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, শমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, ভেরিন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনসুর রহমান, শাইলগুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান সাখাওয়াত হোসেন, ভেরিন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, সমাজ সেবক আবু সাঈদ নুরুল্লাহ। আলোচনা শেষে উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক, বিদ্যালয় থেকে প্রথম বৃত্তি পাওয়া সাবেক শিক্ষার্থী, প্রথম সরকারি চাকরি পাওয়া শিক্ষার্থীদের মাঝে এবং গ্রামে ন্যায্য বিচার প্রতিষ্ঠা করা ব্যক্তির পরিবারের সদস্যের হাতে সম্মাননা স্বরূপ অতিথিবৃন্দের মাধ্যমে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও উল্লেখিত শাইলগুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং পাঠ দানে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষককে ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। এসময় উল্লেখিত বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক, কর্মচারী, বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী, গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। |