![]() বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রয়োজন-- অস্ট্রেলিয়ার সিনেটরদ্বয়
মেলবোর্ন, অস্ট্রেলিয়া:
|
![]() বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব রাশেদুল হকের উদ্যোগে বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে আলাপে, মানবাধিকার ও আন্তর্জাতিক নীতিমালার ভিত্তিতে বাংলাদেশের রোহিঙ্গা সংকটের সমাধানে কার্যকর মানবিক পদক্ষেপ গ্রহণে গুরুত্ব দেওয়া হয়। তারা মনে করেন, এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য বাংলাদেশে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রয়োজন, যা জনগণের মতামত ও আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে ন্যায়সংগত সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (ভিক্টোরিয়ার দায়িত্বপ্রাপ্ত) আশিক মালেক বিপুলের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার সহ-সভাপতি আরিফ খান, যুগ্ম সচিব ওমর শরীফ শিহান, বিএনপি ভিক্টোরিয়ার নেতা আগা আরেফিন, শিক্ষাবিদ ডঃ কামাল মাহমুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছেসেবক দল ভিক্টোরিয়া শাখার আহবায়ক রহমত উল ইসলাম এবং যুবনেতা সারফেন আহমেদ সাকিব। |