![]() ‘ইউনূস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে’
নতুন বার্তা, ঢাকা:
|
![]() বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। এনসিপির এ নেতা তার পোস্টে লিখেছেন, ‘ইউনূস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে। তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে। তিনি আরও লিখেছেন, ‘এখন নতুনদের সময়। এখন নতুন বাংলাদেশের সময়।’ |