![]() ছাত্র-জনতার মিছিলে হামলা মামলার আসামির কারাগারে মৃত্যু
নতুন বার্তা, কিশোরগঞ্জ:
|
![]() জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে মিঠামইন থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে গত (১৮ ফেব্রুয়ারি) তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে। কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন হাজতি সুজিত চন্দ্র দে। পরে সঙ্গে সঙ্গে তাকে কারাগারের অ্যাম্বুলেন্সে করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়। |