![]() মাদকমুক্ত তরুণ সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : চন্দন
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
![]() বৃহস্পতিবার সন্ধ্যায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ময়েন উদ্দিন প্রিমিয়ার লীগ সিজন (০৭) পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিগত দিনে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য তরুণ সমাজকে বিপদে চালিত করার চেষ্টা হয়েছিল। এখান থেকে আমাদের পরবর্তী প্রজন্মকে নেশা মুক্ত সুস্থ জীবন ধারায় ফিরিয়ে আনতে হবে। তার জন্য নিয়মিত খেলাধুলা অব্যাহত রাখতে হবে। এর মধ্য দিয়ে যেমন ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে তেমন সুন্দর সমাজ ব্যবস্থা ফিরে আসবে। এসময় বক্তব্য রাখেন, কালাই উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সোহেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুবদল নেতা রাসেল তালুকদার, কালাই উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শামীম রেজা, এছাড়াও বক্তব্য দেন কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, ওয়ালটনের পরিবেশক মেসার্স ইয়া ইলেকট্রনিকস এর সত্বাধিকারী আবু ইউসুফ মো. মাহবুবুর রহমান, বগুড়া হেলথ সিটি স্পেশালাইজড হাসপাতালের নির্বাহী পরিচালক মোস্তফা সেলিম, জয়পুরহাট সিটি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবু সুফিয়ান পলাশ, এমইউপিএল কমিটি ২০২৫ এর সভাপতি এনামুল হক প্রমুখ। উল্লেখ্য এমইউপিএল সিজন ৭ এর ফাইনাল খেলায় ২০১৯ ব্যাচ চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং রানার্স আপ হোন ২০১২ ব্যাচ। |