![]() দক্ষিণাঞ্চল সফরে মোমিন মেহেদী : সরকারের ক্ষতি করছে আমলা আর কিছু ছাত্র
নতুন বার্তা, ঢাকা:
|
![]() ৫ দিনের দক্ষিণাঞ্চল সফরের চতুর্থ দিন ৪ এপ্রিল বরগুনার আমতলী উপজেলার চাউরায় এক পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতিক ও ব্যবসায়ীদের একটি বড় অংশ শিক্ষার্থীদেরকে যেমন ব্যবহার করছে, তেমনি এই সরকারকেও ব্যবহার করে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইছে। এসময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সদস্য আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার প্রমুখ। নতুনধারার মিডিয়া সেল থেকে জানানো হয়েছে ১ এপ্রিল শুরু থেকে বরিশাল সদর, মেহেন্দীগঞ্জ, হিজলা, কাজীরহাট, পটুয়াখালী সদর, কলাপাড়া, বাউফল, মির্জাগঞ্জ, বরগুনার আমতলী, বেতাগীসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, কর্মী সভাসহ বিভিন্ন কর্মসূচি সমাপ্ত হবে ৫ এপ্রিল। |