আজ রবিবার, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ০৬ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
 / মতামত / ড.মুহাম্মদ ইউনূসের চীন সফর ও বাংলাদেশের অর্জন
ড.মুহাম্মদ ইউনূসের চীন সফর ও বাংলাদেশের অর্জন
রায়হান আহমেদ তপাদার:
Published : Saturday, 5 April, 2025 at 12:59 PM
ড.মুহাম্মদ ইউনূসের চীন সফর ও বাংলাদেশের অর্জন ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চীন স্বাগত জানিয়ে গত বছরের আগস্ট থেকে সরকারের গৃহীত সংস্কার কর্মসূচি ও অগ্রগতির প্রশংসা করেছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেও আগ্রহ দেখিয়েছে। উভয় পক্ষ পুরো কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও সুসংহত ও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছে। যেহেতু আমাদের সরকারপ্রধান মুহাম্মদ ইউনূসের এটি প্রথম দ্বিপক্ষীয় সফর, সেহেতু বাংলাদেশের পক্ষ থেকে বেশি উচ্ছ্বাস ছিল। এ সফরের উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে, মুহাম্মদ ইউনূস বোয়াও সম্মেলনে যোগ দিয়েছেন। এরপর তিনি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া পিকিং বিশ্ববিদ্যালয় তাঁকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য,ঋণ ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে।প্রধান উপদেষ্টার এই সফরে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক হয়। সেখানেই সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিবৃতিতে জানানো হয়। একই সাথে শি জিনপিং বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচিরও প্রশংসা করেছেন বলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।ক্ষমতাচ্যুত হওয়ার আগে গত বছরের জুলাই মাসে চীন সফর করেছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বাংলাদেশের অন্তর্বর্তী  সরকার প্রধানের প্রথম চীন সফরে বাংলাদেশের প্রাপ্তি বা অর্জন কী সেটি নিয়ে চলছে নানা হিসাবনিকাশ। বিশ্লেষকরা বলছেন, অধ্যাপক ইউনূস যখন চীন সফর করছেন তখন বাংলাদেশ ও চীনের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পালিত হচ্ছে। প্রধান উপদেষ্টার এ সফরের মধ্য দিয়ে আগামী দিনগুলোতে চীনের সাথে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক এবং বোঝাপড়া কেমন হবে সেটির একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকেরা এ সফরকে একটি সফল সফর বলে মনে করছেন। তারা বলছেন, দ্বিপাক্ষিক সফরে দুই দেশ যৌথ বিবৃতি দিয়েছে, চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে-এটি সফরের প্রত্যাসিত দিক। এছাড়া, অন্য সময় স্থায়ী সরকারের সাথে যে ভাষা ব্যবহার করা হয়, সে ভাষাই ব্যবহার করা হয়েছে, সেটিকেও গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অধ্যাপক ইউনূসের এ সফরে বাংলাদেশে চীনের বিনিয়োগ,নদী ব্যবস্থাপনা ও রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো আলোচনায় এসেছে। তবে, বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় চীনের পরামর্শ চাওয়া কিংবা অতীতের মতো এক চীন নীতিতে বাংলাদেশের সমর্থনের বিষয়গুলো নিয়ে নানা বিশ্লেষণও চলছে। গণঅভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস এমন এক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন যখন দেশের অর্থনীতি নানামুখী চাপে রয়েছে। ফলে, অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেয়া অন্যতম চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে অন্তর্বর্তী সরকারের জন্য। সে জায়গা থেকে এই সফর নিয়ে শুরুতেই আলোচনা ছিল। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। এছাড়া সাহিত্য ও প্রকাশনা,সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দুই দেশ।অর্থনৈতিক বিবেচনায় সফরের সময় হওয়া চুক্তিসমূহকে বাংলাদেশের অর্জন হিসেবে দেখছেন 
বিশ্লেষকরা।এ সফরে চীনের কাছ থেকে ২১০ কোটি ডলারের বিনিয়োগ ও ঋণের যে প্রস্তাব পাওয়া গেছে, যেটি বাংলাদেশের অর্থনীতির গতিকে আরো তরান্বিত করবে। আলোচনায় মোংলা বন্দরের উন্নয়নে কাজ করার কথা বলেছে চীন। যদিও আগে থেকেই চীন ও ভারত আলাদাভাবে এ প্রকল্প বাস্তবায়নে জড়িত ছিল। নতুন করে পুরো কাজ এখন চীন করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এছাড়াও দুইটা স্পেশাল ইন্ডাস্ট্রিয়াল জোনে কিছু বিনিয়োগ আসবে হয়তো। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা ভালো ও ইতিবাচক দিক যদি তা বাস্তবায়ন করা যায়। গত অগাস্টে পট পরিবর্তনের আগে অনেক বাংলাদেশি স্বাস্থ্য সেবার জন্য ভারতে যাতায়াত করতেন। কিন্তু তার পর থেকে বাংলাদেশি নাগরিকদের ভারতের চিকিৎসাসহ সব ধরনের ভিসা পেতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। চীন এই সুযোগে এগিয়ে এসেছে। চীনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, চীন এরই মধ্যে কুনমিংয়ের চারটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য বিশেষভাবে বরাদ্দ করেছে। চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম থেকে চীনের কুনমিং পর্যন্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। এর ফলে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ সহজে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারবেন, বলে বিবৃতিতে বলা হয়। এর বাইরে, বিশ্লেষকরা বলছেন, অধ্যাপক ইউনূসের এ সফরে নতুন যা হয়েছে তার মধ্যে স্বাস্থ্য সেবা খাতে বেশ কিছু বিষয় এসেছে, যা আগে কখনো এত বিস্তারিতভাবে আলোচনায় আসেনি। ঢাকায় কিছু হাসপাতাল গড়ে তোলার কথা বলা হয়েছে। চীন রোবটিক ফিজিও থেরাপির কথা বলেছে। কার্ডিও ভাস্কুলার সার্জারি এবং ভেহিকেল সাপ্লাই দেয়ার কথা বলেছে। যেটা হয়তো বিশাল কিছু না, তবে স্বাস্থ্য খাতে এগিয়ে যাওয়ার ব্যাপারে অনেক সাহায্য করবে। এখন থেকে চীনের কুনমিংকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখানো হচ্ছে। এটা নতুন মাত্রা তৈরি হচ্ছে। তার মানে এই না যে মানুষ ভারত যাবে না। বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, শত শত বিস্তৃত নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে ৫০ বছরের মাস্টারপ্ল্যান চেয়েছেন ড.মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার সফরের পর বাংলাদেশ ও চীনের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনঃসংস্কার প্রকল্পে চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে। সফরে পানি সম্পদ ব্যবস্থাপনায় নদী শাসন ড্রেজিংসহ বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। এটিকে বেশ গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকরা। বাংলাদেশ সরকারের অনুরোধে ২০২১ সালে চীন তিস্তা নদীর ওপর এক সমীক্ষা চালিয়েছিল। তখন ভারতের আপত্তিতে সেটা থেমে গিয়েছিল। পরে এখন অধ্যাপক ইউনূস চীনকে অনুরোধ করেছেন আবার কাজ শুরুর জন্য। তিস্তা ইস্যুতে চীনের সাথে একটা এমওইউ আগে থেকেই ছিল। সেটা নবায়নের বিষয়ও ছিল। এবারে সফরে খুব সুনির্দিষ্টভাবে চীনকে তেমন কোনো সুযোগ করে দেয়া হয়নি। দিলে হয়তো চীন খুশি হতো, তবে সেটি কৌশলগত কারণেই সম্ভবত দেয়া হয়নি। এ বছরই বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর অর্থাৎ সুবর্ণজয়ন্তী পালিত হতে যাচ্ছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একে একটি মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ২০১৭ সালে বাংলাদেশে প্রায় আট লাখের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশের পরে বিভিন্ন সময় আরও অনেক রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে এর আগে শেখ হাসিনার সরকার উদ্যোগ নিলেও তা সফলতার মুখ দেখেনি। রোহিঙ্গা ইস্যুও গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে এই সফরে। কিন্তু নতুন উদ্যোগের লক্ষণ আমরা আপাতত দেখতে পারছি না। তবে এর মধ্যে দিয়ে নিশ্চয়ই আরও আলাপ আলোচনা হবে। এর ফলে যদি নতুন কিছু হয় সেটা দেখার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। 

বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক চীনের। মিয়ানমারে চীনের বহু প্রকল্প রয়েছে। সেক্ষেত্রে চীনকে রাজি করানো গেলে বাংলাদেশের রোহিঙ্গা সংকটের একটা সমাধান সম্ভব। যেহেতু চীনের সাথে মিয়ানমারের সম্পর্ক ভালো, ফলে চীন যদি চায় মিয়ানমার সরকারকে রাজি করিয়ে তারা একটা উদ্যোগ নিতে পারে। চীনা প্রেসিডেন্ট বলেছেন দুই পক্ষকে নিয়েই তারা এ উদ্যোগ নেবে। চীন উদ্যোগ নিলে সুষ্ঠু সমাধান সম্ভব।বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠকের পর এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে দুই দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে। যেখানে বাংলাদেশের পক্ষ থেকে, 'এক চীন' নীতির প্রতি সমর্থনের কথা ব্যক্ত করে তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তাইওয়ান মূলত দক্ষিণ চীন সমূদ্রের একটি দ্বীপ। কিন্তু, তাইওয়ান কি চীনের অংশ, না চীন থেকে আলাদা-এ নিয়ে পক্ষভেদে সংশয় দেখা যায়।চীনের পক্ষ থেকে যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ব্যাপারে নিজেদের অঙ্গীকারের কথা। অন্তর্বর্তী সরকারের পথচলায় সমর্থনের কথাও ব্যক্ত করা হয় এতে।বাংলাদেশ বরাবরই এক চীন নীতিতে অবস্থান করে আসছে। ফলে বিজ্ঞপ্তিতে এর প্রতিফলন অস্বাভাবিক নয় বলে মনে করা হচ্ছে। প্রধান উপদেষ্টার চীন সফরকালে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। চীন ২১০ কোটি ডলারের বিনিয়োগ ও ঋণ-অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। চীনের প্রায় ৩০টি প্রতিষ্ঠান বাংলাদেশে বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে ১০০ কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। এগুলো ইতিবাচক।

পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সম্পর্ক কীভাবে প্রসারিত করা যায়, সেটা অবশ্যই আমাদের অগ্রাধিকারে ছিল। ব্রহ্মপুত্র নদ নিয়ে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে বলে মনে করি। আমাদের উদ্বেগের কারণ এই নদীকে কেন্দ্র করে চীনের অনেক প্রকল্প আছে। ব্রহ্মপুত্রের উৎসস্থল চীন। উৎসস্থল থেকে ভারত হয়ে বাংলাদেশে এ নদীর পানি প্রবাহিত হয়েছে। সে ক্ষেত্রে পানি ব্যবস্থাপনায় ত্রিপক্ষীয় সহযোগিতার বিষয়টি গুরত্বপূর্ণ। প্রশ্ন হলো চীন ও ভারতকে একসঙ্গে বসানো যাবে কি না। ব্রহ্মপুত্রে চীন প্রকল্প করলে ভারত উদ্বেগ প্রকাশ করে। কিন্তু আমরা যখন অভিন্ন নদীতে ভারতের বাঁধ বা প্রকল্পে উদ্বেগ প্রকাশ করি, সেটি আমলে নেওয়া হয় না। ভূরাজনৈতিক বাস্তবতা তো আছেই। নাফ নদী পার হলেই দক্ষিণ-পূর্ব এশিয়া। বাংলাদেশের আসিয়ান জোটে যোগদান অসম্ভব নয়। আর প্রধান উপদেষ্টা কেবল আসিয়ানে যোগদানের কথা বলেননি। একই সঙ্গে তিনি দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা-সার্ক পুনরুজ্জীবিত করার কথাও বলেছেন। তবে এ মুহূর্তে আসিয়ান যে অবস্থায় আছে, নতুন সদস্য নেওয়ার সম্ভাবনা কম। তবে এর সঙ্গে সংযুক্ত হওয়ার বিভিন্ন কাঠামো বিদ্যমান। বাংলাদেশ সেগুলো ব্যবহারের কথা ভাবতে পারে। উল্লেখ্য, বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য আছে ২০০৪ সাল থেকে। অতএব দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা বেশ উজ্জ্বল। চীনের সঙ্গে আসিয়ান জোটভুক্ত দেশগুলোর সম্পর্ক অনেক ভালো। ২০০১ সালে আসিয়ান জোটের সঙ্গে দেশটির বাণিজ্য ছিল ৫৭ বিলিয়ন ডলারের। বর্তমানে তা দাঁড়িয়েছে ৭৪৭ বিলিয়ন ডলারে। অবশ্য এ সময়ে অন্যান্য অঞ্চল ও দেশের সঙ্গে চীনের বাণিজ্যও অনেক বেড়েছে। সে ক্ষেত্রে আসিয়ানে বাংলাদেশ যুক্ত হলেও চীনের সঙ্গে সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

লেখক: গবেষক ও কলাম লেখক 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাংচুর, আগুন
কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাংচুর, আগুন
সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিবের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গ্রামের বাড়িতে হামলা, ব্যাপক ভাংচুর, আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার বিকালে ...
যুদ্ধবিরতি ভঙ্গের পর দিনে ১০০ শিশুকে হত্যা-আহত করেছে ইসরায়েল
যুদ্ধবিরতি ভঙ্গের পর দিনে ১০০ শিশুকে হত্যা-আহত করেছে ইসরায়েল
গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ফের ব্যাপক হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। ওইদিন থেকে এখন পর্যন্ত ...
শাহবাগের আগুন নিভেছে, দগ্ধ ও আহত ৫ জন ঢামেকের বার্নে
শাহবাগের আগুন নিভেছে, দগ্ধ ও আহত ৫ জন ঢামেকের বার্নে
রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুনে গ্যাসের বেলুন বিস্ফোরণে তিনজন দগ্ধ ও দুজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ...
মার্কিন শুল্কারোপ নিয়ে ভয় পাওয়া ও আতঙ্কিত হওয়ার কিছু নেই: প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি
মার্কিন শুল্কারোপ নিয়ে ভয় পাওয়া ও আতঙ্কিত হওয়ার কিছু নেই: প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা আগে ছিল গড়ে ১৫ ...
সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার গণসংযোগ
সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার গণসংযোগ
জয়পুরহাটের কালাই উপজেলার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ...
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
পঞ্চগড়ের বোদা উপজেলায় গুম, খুন, ছিনতাই, রাহাজানি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।শনিবার (৫ এপ্রিল) দুপুরে ...
বিএনপি নির্বাচনের রোড ম্যাপ চাই, ক্ষমতা নয় ঃ হারুনুর রশীদ
বিএনপি নির্বাচনের রোড ম্যাপ চাই, ক্ষমতা নয় ঃ হারুনুর রশীদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, ‘ক্ষমতায় যাবার জন্য বিএনপি কোনদিন লালায়িত ছিলনা আজও নেই। ...
কালিহাতীতে ধান ক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
কালিহাতীতে ধান ক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতীতে ধান ক্ষেত থেকে ফজিলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার  (৫ এপ্রিল) দুপুরে লাশটি ...
বোয়ালখালীতে সিএনজি উল্টে দম্পতি আহত
বোয়ালখালীতে সিএনজি উল্টে দম্পতি আহত
চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত অটোরিকশা উল্টে বৃদ্ধ দম্পতি যাত্রী আহত হয়েছেন।শনিবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আরাকান সড়কের কালুরঘাট ...
১০
কালাইয়ে ফটো কনটেস্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ
কালাইয়ে ফটো কনটেস্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ
জয়পুরহাটের কালাইয়ে 'আমাদের কালাই উপজেলা' ফেসবুক কমিউনিটি গ্রুপের আয়োজনে ফটো কনটেস্ট ২০২৫ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ...
 
কালীগঞ্জে ৯৮'র ব্যাচের উদ্যোগে প্রীতি ফুটবল অনুষ্ঠিত
কালীগঞ্জে ৯৮'র ব্যাচের উদ্যোগে প্রীতি ফুটবল অনুষ্ঠিত
লালমনিরহাটের কালীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আবেগঘন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর প্রিয় বন্ধু ও সহযোদ্ধাদের সঙ্গে ...
ঈদ কবে, জানা যাবে রোববার
ঈদ কবে, জানা যাবে রোববার
পবিত্র ঈদুল ফিতর সোমবার নাকি মঙ্গলবার উদযাপিত হবে তা জানা যাবে আগামীকাল রোববার (৩০ মার্চ) সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে ...
কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত ও ছেলে আহত হয়েছে। আহত ছেলে দিবস দাসকে (৮) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভতি করা ...
আব্বাজান' নাটকে রাসেল মিয়া
আব্বাজান' নাটকে রাসেল মিয়া
ঈদের নাটক 'আব্বাজান' মো. সফিকুল ইসলামের প্রযোজনায় মাকসুদা মিলির রচনায় পরিচালনা করেছেন বাবুল রেজা। ঈদের পরের দিন দুপুর ২ টায় ...
সিডনিতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইন্ক, অস্ট্রেলিয়া এর ইফতার ও দোয়া মাহফিল
সিডনিতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইন্ক, অস্ট্রেলিয়া এর ইফতার ও দোয়া মাহফিল
সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস ইনক অস্ট্রেলিয়া এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত ...
পল্লবীতে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু
পল্লবীতে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু
রাজধানীর মিরপুরের পল্লবীতে গণপিটুনির শিকার রিয়াদ হোসেন নামে ২৪ বছরের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার গভীর রাতে মিরপুর ...
চাঁদা না দেয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা, ওসি বলছে চোর সন্দেহে গণধোলাই
চাঁদা না দেয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা, ওসি বলছে চোর সন্দেহে গণধোলাই
নরসিংদীর পলাশে চাঁদা না দেয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তাদের বাঁচাতে গেলে মা ও বাবাকে কুপিয়ে গুরুত্বর ...
বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল
বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল
লক্ষ্মীপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) ...
দেড় দশক পর বিএনপির ‘ভয়হীন’ ঈদ
দেড় দশক পর বিএনপির ‘ভয়হীন’ ঈদ
বিগত ১৫ বছরের বেশি সময় ঈদ মানে বিএনপি নেতা-কর্মীদের কাছে ছিল বাড়তি আতংক। ঈদ মানেই ছিল হামলা-মামলা, গ্রেফতার-হয়রানির ভয়। বহু ...
১০
মেডুসা, গ্রিক পুরাণের এক অভিশপ্ত রূপসী
মেডুসা, গ্রিক পুরাণের এক অভিশপ্ত রূপসী
গ্রিক পুরাণের এক রহস্যময় চরিত্র মেডুসা। তার সৌন্দর্য একসময় দেবতাদের পর্যন্ত মুগ্ধ করেছিল। কিন্তু এক ভয়ংকর অভিশাপের কারণে তিনি পরিণত ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com