![]() পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান
কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ
|
![]() শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পঞ্চগড় শহরের মিলগেট এলাকায় বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে এ অভিযান চালানো হয়। একই সঙ্গে যৌথবাহিনী ট্রাক, বাস ও প্রাইভেটকারে তল্লাশি চালায়। সড়কের অবস্থা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশকে নিয়ে যৌথভাবে এ অভিযান চালাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পবিত্র ঈদের দিন থেকে শুক্রবার পর্যন্ত এ অভিযানে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ কাজপত্র না থাকায় ও মেয়াদ শেষ হওয়ায় বিভিন্ন যানবাহনকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে বলে জানা যায়। অপরদিকে পঞ্চগড়[জেলার প্রধান প্রধান সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহন সহ সাধারণ মানুষদের সড়ক দূর্ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা চেয়ে সতর্ক করা হয়। পঞ্চগড় বিআরটিএথর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) তন্ময় ধর জানান, ঈদের দিন থেকে আমাদের অভিযান চলছে। ঈদের নামাজের পর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান চলবে। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের উপ অধিনায়ক লে. মো. ফরহাদ অর রশিদ, পঞ্চগড় ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান, পঞ্চগড় ট্রাফিক পুলিশের টিএসআই মোশারফ হোসেন, আনসার ব্যাটালিয়ানের ল্যান্স নায়েক ছানোয়ার হোসেন ও ট্রাফিক সহ থানা পুলিশের সদস্যরা। |