![]() বোয়ালখালীতে সিএনজি উল্টে দম্পতি আহত
এমরান কাদেরী, বোয়ালখালী (চট্টগ্রাম) :
|
![]() শনিবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আরাকান সড়কের কালুরঘাট এলাকার আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। আহত দম্পতি পটিয়া উপজেলার ধলঘাট গ্রামের বাসিন্দা সঞ্জিত সূত্র দাশ (৭০) ও তার স্ত্রী রেনু সূত্র দাশ (৬০)। তারা খাগড়াছড়ির মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে আসছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গোমদণ্ডীমুখী দ্রুতগতির অটোরিক্সা (চট্টগ্রাম-থ- ১৪-৩২৩৯) আরকান সড়কের আমতল এলাকায় হঠাৎ উল্টে যায়। এতে অটোরিক্সায় থাকা দুই যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এসময় অটোরিক্সাটি ফেলে চালক পালিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, সিএনজি অটোরিক্সার দুই যাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে সঞ্জিত সূত্রদাশকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। দুইজনেই মাথায় আঘাত পেয়েছেন। |