![]() বিএনপি নির্বাচনের রোড ম্যাপ চাই, ক্ষমতা নয় ঃ হারুনুর রশীদ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
![]() এ সময় তিনি বলেন, ‘আমরা নির্বাচনের কথা বারবার বলছি ক্ষমতায় যাওয়ার জন্য নয়। বরং গণতন্ত্রহীন এই বাংলাদেশ যে ক্রান্তিকাল অতিক্রম করছে তা একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে তুলে দেয়ার আহŸান জানাচ্ছি মাত্র। কারণ গণতন্ত্রবিহীন দেশ চলতে পারে না, আর গণতন্ত্রের বাইরে নির্বাচিত সরকার ছাড়া কেউ দেশ চালাতে পারে না।’ হারুনুর রশীদ বলেন, ‘এখনও মাঠে যথেষ্ট ধৈর্য ধারণ করে আছি। কারণ ২০১৮ সালে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপিই বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় টিকে থাকতো। কিন্তু রাতের নির্বাচন তা হতে দেয়নি।আর তাই গোটা জাতি তাকিয়ে আছে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের জন্য। তা না হলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে দেশব্যাপী কর্মসূচি ঘোষণার জন্য অনুরোধ করব।’ তিনি আরও বলেন, ‘সরকারের উপদেষ্টারা বিএনপির বিরুদ্ধে কথা বলছেন। কৈ জামায়াতের কর্মীদের বিভিন্ন জায়গায় লুটপাটে লিপ্ত হওয়ার যত অভিযোগ পাওয়া যাচ্ছে তা নিয়ে তাদের কোন মাথাব্যাথা নেই। এটি মোটেও শুভ লক্ষণ নয়। জাতীয়তাবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র বন্ধ করে নির্বাচনের সুষ্ঠু রোডম্যাপের দিকে নজর দিন।’ সমাবেশে বিএনপি নেতা হারুন অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্য করে বলেন, ‘যেহেতু ছাত্র জনতার আন্দোলনে রক্ত গঙ্গাকে স্বাক্ষী রেখে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে চলতি বছরের ডিসেম্বর কিংবা সামনে বছরের জুনের মধ্যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেয়ার জন্য আপনি শপথ নিয়েছেন, সেহেতু তা বাস্তবায়নে আপনাকে নির্বাচন ও সংস্কারের রোড ম্যাপ ঘোষণা করা দরকার বলে বিএনপি মনে করে। বিএনপিও সংস্কার চাই, কিন্তু কোনমতেই তা নির্বাচন ব্যাতিরেখে নয়। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন বিভাগ, আইন বিভাগসহ যে যে বিভাগের সংস্কার দরকার তা করে আগে নির্বাচন দিতে আপনার প্রতি বিএনপি নেতাদের অনুরোধ।’ আর তাই আগে দেশের সংস্কার, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার উপদেষ্টাদের এমন বক্তব্য প্রত্যাহার করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি বিজয়ী দলের হাতে দেশের শাসনভার ন্যাস্ত করে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দেয়ার আহŸান জানান বক্তারা। সমাবেশে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট আসিফা আশরাফি পাপিয়া। এ সময় অন্যান্যের মধ্যে জেলা কৃষক দলের আহŸায়ক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আমিরুল ইসলাম মতি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ময়েজ উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। |