![]() পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
|
![]() শনিবার (৫ এপ্রিল) দুপুরে বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেঁপুকুরিয়া বাজারের পাশে পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কে স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রনি চন্দ্র, মনির হোসেন, এলাকাবাসীসহ ভ্যান ও অটোচার্জার চালকরা বক্তব্য রাখে। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় গুম, খুন, ছিনতাই, রাহাজানি ও সন্ত্রাসী কার্যক্রম চলে আসছে। আমরা ভয়ে এই এলাকায় চলাফেরা করতে পারছি না। আমরা যেন নির্ভয়ে এলাকা বসবাস করতে পারি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। মানববন্ধনে এলাকাবাসী তিনটি দাবী তুলে ধরেন। দাবী গুলো হচ্ছে- ১। অনতিবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ২। তেঁপুকুরিয়া বাজার থেকে বোয়ালমারী বাজার পর্যন্ত আলোয় ব্যবস্থা করতে হবে। ৩। রোড সংলগ্ন খাস জমিতে গুচ্ছগ্রাম নির্মাণ করতে হবে। |