![]() কালাইয়ে যুবলীগ নেতার ছত্রছায়ায় সরকারি জায়গায় স্থাপনা
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
![]() সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা যায়, কালাই উপজেলার পুনট পূর্বপাড়া রাস্তা সংলগ্ন পুনটহাটের পূর্ব পাশের মুদিপট্টি এলাকায় কয়েক জন ইমারত নির্মাণ শ্রমিককে ইট দিয়ে স্থাপনা নির্মাণ করতে দেখা যায়। নির্মণাধীন স্থাপনাটির দক্ষিণে রাস্তার ওপর রাখা হয়েছে বালুর স্তুপ। আর দক্ষিণ ও পশ্চিম পাশে কিছু ইট, ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। সেখানে ইমারত নির্মাণ শ্রমিকে দিক নির্দেশনা দিচ্ছেন ওই নির্মণাধীন স্থাপনার মালিক মতিয়র রহমান। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, কালাই উপজেলা যুব লীগের সাবেক সহসভাপতি ও প্রভাবশালী মুকুল হোসেনের ছত্রছায়ায় মতিয়র রহমান ওই স্থাপনাটি নির্মান কাজটি শুরু করেছেন। এভাবে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ চলতে থাকলে, সরকারি হাটের জায়গা দখলকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত দেখা দিতে পারে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও ঘটতে পারে। যা কারও কাম্য নয়। আনীত অভিযোগ অস্বীকার করে মকুল হোসেন জানান, আগে মতিয়র রহমানের দোকানে মাঝে মধ্যে বসতাম। এখন কোন সর্ম্পক নাই তার সাথে। আর যুব লীগের পুরনো একটি উপজেলা কমিটির সহসভাপতি ছিলেন তিনি। অভিযুক্ত মতিয়র রহমান জানান, স্থাপনা নির্মাণাধীন স্থানে আগে তার একটি টিনের দোকান ঘর ছিলো। সেখানে দির্ঘদিন থেকে ব্যবসা করছেন তিনি। ঘরটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই গত বৃহস্পতিবার থেকে তিনি ইট, বালু ও সিমেন্ট দিয়ে স্থাপনা নির্মাণকাজ শুরু করেছেন। এ বিষয়ে অনুমতি চেয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি আবেদনপত্র জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, 'এ বিষয়ে শনিবার সকালে একটি আবেদন পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।' |