![]() ভারতের ওয়াক্ফ সংশোধন বিল অবিলম্বে বাতিল করতে হবে: ছারছীনা পীর ছাহেব
নতুন বার্তা, ঢাকা:
|
![]() তিনি বলেন- প্রায় আটশত বছর যাবত মুসলমানরা ভারত শাসন করেছেন। কুতুব মিনার, তাজমহলসহ বিশ্বের বিস্ময় সৃষ্টিকারী অসংখ্য স্থাপনা স্থাপন করেছে। মসজিদ, মাদরাসা, ইয়াতিমখানা, দাতব্য চিকিৎসালয় ও জন কল্যাণমূলক কাজ পরিচালনার জন্য ওয়াক্ফ করেছেন। লাখ লাখ একর সম্পত্তি ওয়াক্ফ করে গেছেন। সরকারী দলিল পত্রে তার প্রতিটির উল্লেখ না পাওয়া গেলেও শতাব্দির পর শতাব্দী ধরে ঐতিহাসিকভাবে এই সকল ভ‚সম্পত্তি উপরোক্ত উদ্দেশ্যে ব্যাবহৃত হয়ে আসছে। এর মধ্যে বাবরী মসজিদসহ বহু মসজিদ ও স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। জবর দখল করা হয়েছে। মুসলমানদের উৎক্ষাৎ করে আত্মসাৎ করা হয়েছে। এরপরও অবশিষ্ট ছিল মুসলিম ওয়াক্ফ আইন। মোদী সরকার ওয়াক্ফ সংশোধনী বিল-২০২৫ পাশ করে ভারত ভ‚মি থেকে মুসলমানদের ঐতিহ্য ধ্বংস করে তাদের নিমূল করার আইনি ব্যবস্থাও পাকাপোক্ত করে সামনে অগ্রসর হচ্ছে। ওয়াক্ফকৃত সম্পত্তি ধর্মীয় সম্পত্তি। ছলে বলে কৌশলে এ সম্পত্তি মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেয়ার জন্য চরম মুসলিম বিদ্বেষী মোদী সরকার পাশ করেছে ওয়াক্ফ সংশোধন বিল-২০২৫। এটা ইসলামী উম্মাহ কিছুতেই বরদশত করতে পারে না। এর বিরূপ প্রতিক্রিয়া সর্বত্রই দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। এমনকি আমাদের প্রিয় বাংলাদেশেও। তাই আমরা দাবী জানাচ্ছি, এই বিল অবিলম্বে বাতিল করতে হবে। ভারতের ধর্মনিরপেক্ষ দলগুলো ও জনগণকেও এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমরা জোর আহ্বান জানাচ্ছি। |