![]() ব্যাংকে নগদ টাকার সংকট, বেড়েছে কলমানির সুদ
নতুন বার্তা, ঢাকা:
|
![]() রোববার কলমানি মার্কেটের সুদের হার বেড়ে সর্বোচ্চ ১১ শতাংশে উঠেছে। অথচ ঈদের আগেও এ হার সর্বোচ্চ ১০ শতাংশের মধ্যে সীমিত ছিল। এছাড়া স্বল্প সময়ের ধারের সুদের হারও বেড়ে সর্বোচ্চ ১৩ শতাংশে উঠেছে। আগে এ হার সর্বোচ্চ ১০ শতাংশে উঠেছিল। ব্যাংকাররা জানান, ঈদের আগে ব্যাংক থেকে গ্রাহকরা ব্যাপক হারে নগদ টাকা তুলে নিয়েছেন। এর মধ্যে টানা নয় দিন ঈদের ছুটি ছিল। ছুটির মধ্যে অনেক গ্রাহক অনলাইনে বা এটিএম বুথে টাকা লেনদেন করেছেন। ফলে কিছু ব্যাংকে নগদ টাকার সংকট দেখা দিয়েছে। এই সংকট মোকাবিলা করতে রোববার ব্যাংকগুলো ধার করে সংকট মেটানোর চেষ্টা করে। ফলে কলমানির সুদের হার বেড়ে যায়। রোববার এ হার বেড়ে সর্বোচ্চ ১১ শতাংশে উঠেছে। ঈদের আগে যেখানে বাড়ার কথা, সেই সময়ে বাড়েনি। তখন এই হার আগের মতোই ১০ শতাংশের মধ্যেই সীমিত ছিল। স্বল্প সময়ের জন্য ধারের সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ১৩ শতাংশে। ঈদের আগে এ হার ১২ শতাংশ ছিল। রোববার কলমানি মার্কেট, স্বল্প ও মেয়াদি ধারের আওতায় ব্যাংকগুলো ধার করেছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা। এদিকে কেন্দ্রীয় ব্যাংক থেকে কয়েকটি ব্যাংককে বিশেষ তারল্য সহায়তা দেওয়া হয়েছে প্রায় চার হাজার ৬০০ কোটি টাকা। এতেও সর্বোচ্চ সুদের হার ছিল সাড়ে ১১ শতাংশ। এদিকে ঈদের ছুটির পর ব্যাংক খোলায় সরকারও ট্রেজারি বিলের মাধ্যমে ব্যাংকগুলো থেকে টাকা ধার নিয়েছে। ফলে সব ধরনের ট্রেজারি বিলের সুদের হার বেড়েছে। তিন মাস মেয়াদি ট্রেজারি বিলের সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ২৪ শতাংশ, ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের ১১ দশমিক ৪৫ শতাংশ এবং এক বছর মেয়াদি ট্রেজারি বিলের ১১ দশমিক ৭০ শতাংশ হয়েছে। গত মার্চে এসব বিলের সুদের হার ১০ দশমিক ৩৮ শতাংশ ১০ দশমিক ৪২ শতাংশ ছিল। মূলত ব্যাংকে টাকার সংকটের কারণেই ট্রেজারি বিলের সুদের হার বেড়েছে। এতে সরকারের ঋণের খরচও বাড়বে। ওই সময়ে ট্রেজারি বিলের সুদের হার বেড়েছে এক শতাংশের বেশি। ট্রেজারি বিলের সুদের হার বাড়ায় এতে বিনিয়োগ করা ব্যাংকগুলোর আয় বাড়বে। অন্যদিকে কলমানি, স্বল্প ও মেয়াদি ধারের সুদের হার বাড়ায় ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপনা খরচ বেড়ে যাবে। |