![]() গাজায় গণহত্যার প্রতিবাদে আত্রাইয়ে বিক্ষোভ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
|
![]() সোমবার (৭ এপ্রিল) উপজেলা সদর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সডক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । এ সময় বিক্ষোভকারিরা ফিলিস্তিন হামলা কেন জাতিসংঘের জবাব চায়, জিহাদ - জিহাদ - জিহাদ করে বাচতে চাই। এই বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, সুসীল সমাজ, সামাজিক সংগঠন সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করে। গনহত্যা বন্ধ করে আলআকসা আমাদের গর্ব এমন নানা ¯েøাগানে মুখর ছিল আত্রাই উপজেলা। সমাবেশে বক্তারা বলেন বিশ্ব বিবেক আজ নিচুপ কেন? ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ¯হানকে ঘিরে ইসরায়েল বাহীনির বর্ববরতা মানবতাবিরোধী অপরাধ অবিলম্বে গনহত্যা বন্ধের আন্তর্জাতিক স¤প্রদায়ের নিকট জোর দাবি জানায়। সমাবেশের শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন । |