![]() ভোগান্তিতে ৪১ গ্রামের মানুষ
টাঙ্গাইলে ব্রিজের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি:
|
![]() পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি। ব্র্রিজের সম্পুর্ন কাজ শেষ না হওয়ার কারনে ব্রিজের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৯ এপ্রিল) সকালে ব্রিজ সংলগ্ন পাকা রাসÍায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সময় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি কহিনুর ইসলাম, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জুয়েল রানা প্রমুখ। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন,দেওপাড়া গণউচ্চ বিদ্যালয়ের শিক্ষক,ছাত্র-ছাত্রী, ৪১ গ্রামের এলাকার সাধারণ মানুষ। জানা যায়,ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের খাকুয়িরার ব্র্রিজটি মেয়াদোত্তীর্ণ হয়ে একাংশ ভেঙে যায়।ব্র্রিজটি পূর্ননির্মানের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি দরপত্র আহ্বান করে ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান এসই সাদিয়া অ্যান্ড সামিয়া জয়েন্টভেঞ্চার ২০২১ সালে ২১ সেপ্টেম্বর চার কোটি ২১ লাখ ১০ হাজার ৫৪৪টাকা চুক্তি মুলে ২০২২ সালে ২০ মার্চ কাজ শেষ করার নিমিত্তে কার্যাদেশ পায়। ঠিকাদারী প্রতিষ্ঠানটি কাজ না করে স্থানীয় জনৈক সাইফুল ইসলামকে কাজটি করার জন্য সাব-ঠিকাদার নিয়োগ করে। সাব-ঠিকাদার বিকল্প সড়ক নির্মান না করেই মেয়াদোর্ত্তীণ ব্র্রিজটি ভাঙা শুরু করে। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে কাদা মাটি দিয়ে পায়েহাটা রাস্তা তৈরি করে এতে প্রতিদিন শ’শ’ভ্যান রিকশা ভ্যাটারি চালিত অটোরিকশা ,সিএনজি চালিত অটোরিকশা,মিনিট্রাক,ট্রাক,প্রাইভেটকার চলাচল করতে পারছেনা। ব্র্রিজের সম্পুর্ন কাজ শেষ না করইে সাব-ঠিকাদার সাইফুল ইসলাম পলাতক রয়েছে। ব্রিজের সম্পুর্ণ কাজ শেষ না হওয়ার কারনে ৪ বছর ধরে চরম ভোগান্তিতে পড়েছে ৪১ গ্রামের মানুষ। |