![]() রহিমা ফাউন্ডেশনের উদ্যোগে দানের গুরুত বিষয়ক সভা অনুষ্ঠিত
মো. পলাশ খান:
|
![]() মো. হাসানুর রহমান রিয়াদ বলেন, দানের গুরুপ্ত অপরিসীম। এ সম্পর্কে মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআন করীমে সূরা বাকারা আয়াত ২৭১ এ বলেন, যদি তোমরা দান প্রকাশ্যে করো তবে উত্তম, আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দান করো তবে তা তোমাদের জন্য শ্রেয়। এর মাধ্যমে আল্লাহ তোমাদের মন্দগুলো মোচন করে দেবেন। তোমরা যা করো আল্লাহ তা অবগত আছেন। প্রকাশ্যে দানের গুরুপ্ত তুলে ধরে এ্যাড. সৈয়দ মঈনুল শহীদ বলেন, একজন মুসসলমান যখন কোন ভালো কাজের সূচন করে, এরপর তা অন্যদের আমলে পরিনত হয, এ আমলকারীরা সকলে মিলে যে সওয়াব পাবে এর সমপরিমান সওয়াব সূচনাকারীরর জন্যেও লিখে দেয়া হয়, কিন্তুু তাদের সওযাব বিন্দু পরিমানও কমবে না, সহীহ মুসলিম, হাদীস নং. : ১০১৭। মো. বাকী বিল্লাহ খান পলাশ বলেন, মূলত সালথা কামদিয়া জামে মসজিদ ও মাদ্রাসা ভেঙে ফেলার প্রতিবাদে ২৮ নভেম্বর ২০২০ খ্রিষ্টাব্দে ফরিদপুর প্রেস ক্লাবের সন্মূখে প্রতিবাদ সভায় অংশগ্রহণের মধ্য দিয়ে রহিমা ফাউন্ডেশন তাদের যাত্রা শুরু করে। বস্তুত রহিমা ফাউন্ডেশন সহীহ দ্বীন প্রচারসহ প্রকৃত মানব কল্যাণে নিরবে কাজ করে যাচ্ছে যা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। পরে হামযা রা. কমপেক্সকে দুটি ফ্যান প্রদান করা হয়। |